‘যদি এখানে না জন্মাতাম…’ বাংলাকে এখন ঘৃণা করছেন শ্রীলেখা

‘যদি এখানে না জন্মাতাম…’ বাংলাকে এখন ঘৃণা করছেন শ্রীলেখা

কলকাতা: তিনি অভিনেত্রী হিসেবেই জনপ্রিয় কিন্তু তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কী বা তিনি কোনও দলের সমর্থক তাও সকলেই জানেন। আদতে অভিনেত্রী শ্রীলেখা ‘কমরেড’। ২১-এর নির্বাচনে সিপিএম প্রার্থীদের সঙ্গে জায়গায় জায়গায় প্রচার করতেও দেখা গিয়েছে তাঁকে। এখন রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। ফেসবুকে যে পোস্ট তিনি করেছেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি কতটা বিরক্ত। এতটাই ভেঙে পড়েছেন অভিনেত্রী যে এই রাজ্যে কেন জন্মেছেন সেই প্রশ্নও তুলেছেন।

আরও পড়ুন- শুক্রবার মধ্যরাত থেকেই একাধিকবার মুখ্যমন্ত্রীকে ফোন পার্থর, মেলেনি সাড়া

ফেসবুকে শ্রীলেখা মিত্র লিখেছেন, ”পশ্চিমবঙ্গ… জোকারদের রাজ্য। আমার সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। আমি বহুদিন আগেই রাজ্যের বাসিন্দা হওয়ার গর্ব ত্যাগ করেছি। এখন তোমার সবকিছুকে আমি ঘৃণা করি। ভাবি, যদি আমি এখানে না জন্মাতাম।” এতদিন অভিনেত্রী বরাবর বলে এসেছেন যে তাঁর প্রিয় শহর কলকাতা। কিন্তু এখন যে জায়গায় পরিস্থিতি যাচ্ছে, যে সমস্ত ঘটনা ঘটছে তাতে এইভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কিছুদিন আগে আরও একটি ফেসবুক পোস্টে ‘পার্থ কাণ্ড’ নিয়ে সরব হয়েছিলেন তিনি। আর এখন সরাসরি রাজ্যেকে ঘৃণা করার কথা জানালেন।

সম্প্রতি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়। ২২ কোটির কাছাকাছি অর্থ উদ্ধার হয়েছে। এই ঘটনা নিয়েই এখন উত্তাল রাজ্য তথা দেশ। আর এই আবহেই ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সকলেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বলেই চেনে। সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিই বজায় রেখেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 16 =