রাস্তায় বড়া পাও বেচছেন আমির!

মুম্বইয়ের দাদরের রাস্তা। আর সেখানেই উনুনের সামনে বড়া পাও বানিয়ে তা বেচতে দেখা গেল মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে। ব্যাপারটা কী? নতুন ব্যবসা? একেবারেই নয়। খুব…

মুম্বইয়ের দাদরের রাস্তা। আর সেখানেই উনুনের সামনে বড়া পাও বানিয়ে তা বেচতে দেখা গেল মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে। ব্যাপারটা কী? নতুন ব্যবসা?
একেবারেই নয়। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি “সিতারে জমিন পর”। এর প্রচার করেত এসেই এক স্টলে দেশি বড়া পাও বানাতে দেখা গিয়েছিল আমিরকে। ঘটনার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর তা রীতিমতো ভাইরাল।

ভিডিওয় কাঁচা লঙ্কা দিয়ে বেশ রসিয়ে বড়া পাও বানাতে দেখা গিয়েছে আমিরকে। বাদামী টি-শার্ট আর ব্যাকব্রাশ করা চুলে তাঁকে দাদরের রাস্তায় দেখা গিয়েছিল। তাঁর বড়া পাও ভিডিও এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। ভিডিওয় একজন প্রতিক্রিয়া জানিয়েছেন, প্রোমোশনের জন্য তিনি অনেক কিছু করতে পারেন। একজন লিখেছেন, গ্লাভস ছাড়াই খাবার বানাচ্ছেন আমির!

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

আমির খানের পরবর্তী ছবি, সিতারে জমিন পর। ছবিতে রয়েছেন জেনেলিয়া দেশমুখ। এছাড়া রয়েছে নমন মিশ্র, ঋষি শাহানি, আরুশ দত্ত, গোপী কৃষ্ণন বর্মা, বেদান্ত শর্মা, ঋষভ জৈন, আশীষ পেন্ডসে, সম্বিত দেশাই, সিমরান মঙ্গেশকর এবং আয়ুষ বনসালি। ছবিটি একটি পারিবারিক বিনোদনমূলক সিনেমা। স্পেশাল চাইল্ডদের বাস্কেটবল প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করার গল্প উঠে আসবে ছবিতে। আমির এখানে বাস্কেটবল দলের সহকারী কোচের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।