মুম্বই: বলিউডে এমন অভিষেক সচরাচর দেখা যায় না। এই অভিষেক নিতান্তই ব্যতিক্রমী৷ এবার রুপোলি পর্দায় দেখা যাবে আমির খানের মা জিনাত হুসেনকে৷ তাঁর ৯১তম জন্মদিনের ঠিক পরে! ছেলের আসন্ন ছবি ‘সিতারে জমিন পার’-এর মাধ্যমে প্রথমবার অভিনয় করতে চলেছেন তিনি। ১৩ জুন তাঁর জন্মদিন— আর এই মাসেই, ২০ জুন মুক্তি পাচ্ছে সেই ছবি।
কীভাবে এল প্রস্তাব?
আমির খান জানিয়েছেন, ছবির পরিচালক আর. এস. প্রসন্না-ই প্রথম এই অভিনয়ের প্রস্তাব দেন। তখন শুটিং চলছিল ছবির শেষ গান- এক বিয়ের আনন্দঘন দৃশ্য। সেই সেটে প্রথমবারের মতো হাজির হন জিনাত। তিনি শুধু দেখতে চেয়েছিলেন ছেলের সিনেমা কীভাবে তৈরি হয়। তখনই প্রসন্না আমিরকে অনুরোধ করেন, “আপনার আম্মিজিকে অনুরোধ করুন, যদি অতিথি হিসেবে একটি দৃশ্যে থাকেন। এটা আমার জন্য আবেগের বিষয়।”
‘আম্মিকে বলা, মানে ভয়!’ Aamir Khan Mother Acting Debut
প্রথমে আমির খান হেসে ফেলে বলেন, “তুই পাগল নাকি? আমি আম্মিকে অনুরোধ করতে ভয় পাব! উনি রাজি হবেন না, খুব জিদি।” কিন্তু প্রসন্নার বারবার অনুরোধের পর আমির জিনাত হুসেনকে বিষয়টি বলেন। আশ্চর্যভাবে তিনি বলেন, “হ্যাঁ, ঠিক আছে।” যা শোনার পর আমির নিজেই হতবাক। “এই একমাত্র ছবি, যেখানে আমার মা স্ক্রিনে আছেন,” জানিয়েছেন অভিনেতা।
পরিবারের আরও সদস্য ছবিতে
এই ছবিতে আমিরের বোন নিখত খান-ও অভিনয় করছেন। তিনিও বলিউডের পরিচিত মুখ। আগে ‘পাঠান’-সহ একাধিক ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
‘সিতারে জমিন পার’ সম্পর্কে
ছবিটি ২০০৭ সালের ‘তারে জমিন পার’-এর স্পিরিচুয়াল সিকুয়েল হিসেবে ধরা হচ্ছে। তবে এই গল্প ভিন্ন৷ এখানে আমির খান প্রতিবন্ধী শিশুদের বাস্কেটবল দলের সহকারী কোচ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁকে ৯০ দিনের কমিউনিটি সার্ভিস করতে বলা হয়, সেই দলের কোচ হিসেবেই। ছবিতে আমিরের বিপরীতে রয়েছেন জেনেলিয়া দেশমুখ, থাকছেন আরও অনেক নতুন মুখ- অরৌশ দত্ত, গোপী কৃষ্ণন ভার্মা, বেদান্ত শর্মা, রিষভ জৈন, সিমরন মঙ্গেশকর সহ অনেকে।
প্রেক্ষাগৃহে মুক্তি
‘সিতারে জমিন পার’ মুক্তি পাচ্ছে ২০ জুন, প্রেক্ষাগৃহে। আমির খানের প্রযোজনা সংস্থা Aamir Khan Productions ছবিটি প্রযোজনা করেছে।
Entertainment: Aamir Khan’s mother, Zeenat Hussain, is set to make her acting debut in his upcoming film ‘Sitare Zameen Par’ after her 91st birthday. Director R. S. Prasanna’s emotional request led to this surprise. Aamir’s sister Nikhat Khan also stars. Releasing June 20, this film is a spiritual sequel to ‘Taare Zameen Par,’ featuring Genelia Deshmukh and a new cast.