হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন! কী বললেন ছেলে অভিষেক?

মুম্বই: কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অমিতাভ বচ্চন। করোনার মতো প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি। আর এর মধ্যেই ফের হাসপাতালে ভর্তি হতে হল অভিনেতাকে? হঠাৎ কী হল তাঁর? অমিতাভের হাসপাতালে ভর্তি হওয়ার খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পরই বিগ বিকে নিয়ে শুরু হয় উদ্বেগ। একে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা উত্তরোত্তর খারাপ হচ্ছে। এর মধ্যে আবার অমিতাভের শারীরিক অবস্থাও ঠিক নেই! উদ্বেগ হওয়া স্বাভাবিক। তবে ভক্তদের এদিন নিশ্চিন্ত করেছেন ছেলে অভিষেক বচ্চন। 

মুম্বই: কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অমিতাভ বচ্চন। করোনার মতো প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি। আর এর মধ্যেই ফের হাসপাতালে ভর্তি হতে হল অভিনেতাকে? হঠাৎ কী হল তাঁর? অমিতাভের হাসপাতালে ভর্তি হওয়ার খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পরই বিগ বিকে নিয়ে শুরু হয় উদ্বেগ। একে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা উত্তরোত্তর খারাপ হচ্ছে। এর মধ্যে আবার অমিতাভের শারীরিক অবস্থাও ঠিক নেই! উদ্বেগ হওয়া স্বাভাবিক। তবে ভক্তদের এদিন নিশ্চিন্ত করেছেন ছেলে অভিষেক বচ্চন। 

সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়েছিল যে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন। হাসপাতালে থেকেই চিকিৎসা চলছে তাঁর। যদিও এ নিয়ে বচ্চন পরিবারের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। কিন্তু অমিতাভের স্বাস্থ্য নিয়ে খবর প্রকাশ হওয়া মাত্রই ভক্তরা চিন্তিত হয়ে পড়েছিলেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছিলেন, করোনা থেকে সেরে উঠে আবার কী হল অভিনেতার? অভিষেক বচ্চন অনুরাগীদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। জুনিয়র বচ্চন গোটা ব্যাপারটাই সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং গুজব বলে উড়িয়ে দিয়েছেন। অমিতাভের সুস্থতা সম্পর্কে নিশ্চিত করেছেন তিনি। এমনকী একটি সংবাদমাধ্যমের তরফে যখন তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়, অভিষেক বলেন, “তিনি আমার সামনে বসে আছেন। হাসপাতালে যিনি ভর্তি হয়েছেন তিনি অবশ্যই অমিতাভ বচ্চনের ডুপ্লিকেট।”

এছাড়া ওই সংবাদমাধ্যমের তরফে অমিতাভ বচ্চনের সঙ্গেও সম্ভবত কথা বলা হয়েছিল। অমিতাভ নিজেই তখন জানান, সুস্থই রয়েছেন তিনি। অযথা উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। প্রসঙ্গত মাস কয়েক আগে, জুলাই মাসে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ বচ্চন। তাঁর সেরে উঠতে অনেকটাই সময় লাগে। তাঁর পরে করোনা ধরে পড়েও তাঁর আগে সেরে ওঠেন পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন ও নাতনি আরাধ্যা বচ্চন। ২৩ দিন পর রোগমুক্তি ঘটে অমিতাভের। হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু তারপর বাড়ি ফিরেও আইসোলেশনে থাকতে হয় তাঁকে। তারপর কাজে ফেরেন অমিতাভ। বর্তমানে সোনি এন্টারটেনমেন্ট চ্যানেলের রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ হোস্ট করছেন তিনি। অমিতাভ গত ১১ অক্টোবর তাঁর ৭৭ তম জন্মদিন উদযাপন করেছেন। ভক্ত এবং সহকর্মীরা এদিন তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে তুলেছিলেন। অমিতাভের দুটি ছবি- ‘ঝুন্ড’ ও ‘ব্রহ্মাস্ত্র’ এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =