‘মির্জাপুরকে ভুলভাবে দেখানো হয়েছে’, ওয়েব সিরিজ নিয়ে অভিযোগ সাংসদের

মুম্বই: মুক্তির পর পরই সমস্যায় জড়াল অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। সম্প্রতি এর দ্বিতীয় সিজন প্রকাশ পেয়েছে। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিস্তর প্রশংসা কুড়োচ্ছে এই ওয়েব সিরিজ। কিন্তু নেটিজেনদের প্রশংসা পেলেও মির্জাপুরের সাংসদ অনুপ্রিয়া প্যাটেল কিন্তু এই ওয়েব সিরিজ নিয়ে বেশ ক্ষুব্ধ। তাঁর অভিযোগ, ওয়েব সিরিজে মির্জাপুরকে হিংসাত্মক শহর হিসেবে দেখানো হয়েছে। যা একেবারেই ঠিক নয়।

 

মুম্বই: মুক্তির পর পরই সমস্যায় জড়াল অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। সম্প্রতি এর দ্বিতীয় সিজন প্রকাশ পেয়েছে। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিস্তর প্রশংসা কুড়োচ্ছে এই ওয়েব সিরিজ। কিন্তু নেটিজেনদের প্রশংসা পেলেও মির্জাপুরের সাংসদ অনুপ্রিয়া প্যাটেল কিন্তু এই ওয়েব সিরিজ নিয়ে বেশ ক্ষুব্ধ। তাঁর অভিযোগ, ওয়েব সিরিজে মির্জাপুরকে হিংসাত্মক শহর হিসেবে দেখানো হয়েছে। যা একেবারেই ঠিক নয়।

এ নিয়ে টুইটারে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। গত শনিবার তিনি টুইট করেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে মির্জাপুরে বিকাশ চলছে। এটি ঐক্যের কেন্দ্র। ‘মির্জাপুর’ নামক ওয়েব সিরিজের মাধ্যমে একে হিংসাত্মক এলাকা হিসেবে দেখিয়ে শহরের বদনাম করা হচ্ছে। এই ওয়েব সিরিজের সাহায্য জাতিগত হিংসাও ছড়ানো হচ্ছে। মির্জাপুর জেলার সাংসদ হিসেবে আমার দাবি এই বিষয়টি খতিয়ে দেখা হোক এবং এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।”

গত ২২ অক্টোবর অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘মির্জাপুর ২’। ২০১৮ সালে অ্যামাজন প্রাইমে এর প্রথম সিজন মুক্তি পায়। মুক্তির পর থেকেই নেটিজেনদের নেকনজরে ছিল এই ওয়েব সিরিজ। ওয়েব দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল ক্রাইম থ্রিলার সিরিজটি। সিরিজে দ্বিতীয় সিজনও ব্যতিক্রম নয়। এটিও মুক্তির পর থেকে প্রশংসিত হচ্ছে। এখানে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি, কূলভূষণ খরবন্দা, রসিকা দুগ্গল, দিব্যেন্দু, বিজয় বর্মা, প্রিয়াংশু পাইনিউলি, হর্ষিতা শেখর গৌর, অঞ্জুম শর্মা, রাজেশ তৈলঙ্গ, অমিত সিয়াল, ইশা তলওয়ার প্রমুখ। যৌথভাবে সিরিজটির পরিচালনা দায়িত্ব সামলেছেন গুরমীত সিং এবং মিহির দেশাই। সিরিজটি প্রযোজনা করেছেন ফারহান আখতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − nine =