মুম্বই: খারাপ খবর তাড়া করে বেড়াচ্ছে বলিউডকে। আবার এক প্রয়াণের খবরে শোকাহত বলিপাড়া। না ফেরার দেশে চলে গেলেন হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা রিও কাপাডিয়া। শাহরুখ খান থেকে শুরু করে আমির খান, বহু তারকদের সঙ্গে কাজ করেছেন তিনি। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ তাঁর মৃত্যুর খবর আসে। শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।
জানা গিয়েছে, এই অভিনেতার শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার। বিগত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন। তবে কাজ ছাড়েননি। সম্প্রতি ‘মেড ইন হেভেন টু’ ওয়েবসিরিজে শেষ দেখা যায় তাঁকে। তবে বৃহস্পতিবার জীবনযুদ্ধে হার মানলেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৬ বছর। প্রায় সব সুপারস্টারদের পাশেই নানা সুপারহিট ছবিতে দেখা গেছে তাঁকে।
‘চক দে’ থেকে ‘দিল চাহতা হ্যা’, ‘মারদানি’ থেকে ওয়েব সিরিজ, দাপিয়ে কাজ করেছেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই পার্শ্বচরিত্রে অভিনয়, তাও দর্শকদের নজর কেড়েছেন রিও। গোঁরেগাওয়ের শিব ধাম শ্মশান ভূমিতে শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতা রেখে গেলেন তাঁর স্ত্রী মারিয়া ফারহা ও তাঁদের দুই সন্তান অমন ও বীরকে।