দু’দিনের অসুস্থতায় সব শেষ, বোনকে হারালেন অভিনেতা সাহেব

দু’দিনের অসুস্থতায় সব শেষ, বোনকে হারালেন অভিনেতা সাহেব

saheb chatterje

কলকাতা: নিজের দু’মাসের মেয়েকে কলকাতায় মাকে দেখাতে এসেছিলেন তিনি। কিন্তু শহরে এসেই আক্রান্ত হন ডেঙ্গিতে। মাত্র দু’দিনের অসুস্থতায় না ফেরার দেশে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোন। মাল্টিঅরগ্যান ফেলিওর হয়ে প্রয়াত হলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন অভিনেতা। 

জানা গিয়েছে, কলকাতায় আসার পরই অভিনেতার মাসির মেয়ের ডেঙ্গি ধরা পড়ে। কয়েক দিনের জন্য শহরের বাইরে গিয়েছিলেন সাহেব। কলকাতা ফিরে বিমানবন্দর থেকে সোজা ছোটেন হাসপাতালে। বোনের জন্য রক্ত জোগাড় করার চেষ্টাও করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন পোস্ট। কিন্তু অবশেষে কিছুই লাভ হল না। মাত্র দু’দিনের মধ্যে তাঁকে ছেড়ে চলে গেলেন তিনি। মঙ্গলবার রাত ১টার সময় মৃত্যু হয় অভিনেতার বোনের। 

এক সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, মাসির মেয়ে আর তিনি একসঙ্গেই বড় হয়েছেন। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর তাঁর মায়ের কাছেই থাকতেন তিনি। তাই ছোট থেকেই তাঁদের মধ্যে আলাদাই বন্ডিং ছিল। তবে এত তাড়াতাড়ি এমন একটা কিছু ঘটে যাবে তা অভিনেতা মানতেই পারছেন না।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 1 =