উড়ছে পোশাক, আর একটু হলেই বেরিয়ে আসত গোপনাঙ্গ, মেরিলিন মনরো বেশে সামলালের শ্রীলেখা

উড়ছে পোশাক, আর একটু হলেই বেরিয়ে আসত গোপনাঙ্গ, মেরিলিন মনরো বেশে সামলালের শ্রীলেখা

কলকাতা:  সিনে পর্দায় তাক লাগানো সুন্দরীদের তালিকায় সর্বদাই শীর্ষে থেকেছেন মেরলিন মনরো৷ তাঁর রূপের আগুনে পুড়ে ছাই সারা বিশ্ব৷ সেই বিখ্যাত ব্যক্তিত্বের সাজেই এবার ধরা দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র৷ 

আরও পড়ুন- কুমার শানুর ছেলে হওয়ায় কাজের বদলে অকাজ হয়েছে বেশি, বিস্ফোরক জান

মেরলিন মনরো মানেই সেই বিখ্যাত পোজ৷ হাওয়ায় উড়ছে সাদা ফ্রক৷ আর হাত দিয়ে গোপনাঙ্গ আড়াল করছেন তিনি৷ অবিকল সেই ভাবেই এবার সাজলেন শ্রীলেখা৷ সম্প্রতি নিজেই ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেছেন অভিনেত্রী৷ যা দেখে উপচে পড়েছে কমেন্ট বক্স৷ বয়ে গিয়েছে লাইকের ঝড়৷ ছবিটি অবশ্য বেশ কয়েক বছর আগে তোলা৷ সম্প্রতি পুরনো স্মৃতি হাতড়ে তা ফের ভক্তদের সামনে তুলে ধরেছেন অভিনেত্রী৷ তাঁর কাছে এটা স্বপ্নের পোজ৷ 

এর আগে মধুবালার রূপে ধরা দিয়েছিলেন শ্রীলেখা৷ সেবার ভিজে শাড়ি আর এলোমেলে চুলে সাদা কালো ছবিতে তিনি হয়ে উঠেছিলেন আজকের মধুবালা৷ ভিজে শাড়ির উপর দিয়ে ফুটে উঠেছিল সুডৌল স্তন৷ সেই স্মৃতিও রোমন্থন করেছেন নায়িকা৷ ক্যাপশনে লেখেন, মধুবালার রূপকে নতুন লুক দিলাম৷ তাঁর এই রূপ দেখে অনেকেরই মন গলেছে৷ প্রচুর লাইক পড়েছে ছবিতে৷ তিনি যে গুটি গুটি বহু পুরুষের হৃদয়েই ঢুকে পড়েছেন তা বেশ ভালোই জানেন লাস্যময়ী৷ 

শ্রীলেখার শরীরী আগুনে অনেকেই পুড়ে ছাই৷ কী ভাবে ফোকাসে থাকতে হয় তা বেশ ভালোই জানেন তিনি৷ তাঁর হট ছবি, বোল্ড অবতার সকলকেই তাক লাগায়৷ জীবনের যাবতীয় যন্ত্রণা নিজের কাজের মধ্যে দিয়েই ভুলে থাকতে চান শ্রীলেখা মিত্র৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − fourteen =