গাউন পরে সুইমিং পুলে ফটোশুট করে ফের চর্চায় মধুমিতা

গাউন পরে সুইমিং পুলে ফটোশুট করে ফের চর্চায় মধুমিতা

কলকাতা: নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নিজেকে মেলে ধরেন টলিউডে অন্যতম ফ্যাশানিস্তা হিসেবে পরিচিত মধুমিতা সরকার। তাঁর স্টাইল স্টেটমেন্ট সবসময়ই চর্চার বিষয়। সাহসী পোশাকে মধুমিতার ফটোশুট নিয়ে প্রায়ই চর্চা হয়। ভারতীয় থেকে পাশ্চাত্য যে কোনও পোশাকে নিজেকে অনায়াসেই ছবিতে মেলে ধরতে সক্ষম তিনি।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ফটোশুটের ভিডিও বেশ সাড়া ফেলে দিয়েছে৷ তা নিয়ে চর্চা হয়েছে জোরদার৷ সুইমিং কসটিউম ছাড়া তিনি ফটোশুট করেছেন পুলে৷ অন্য পোশাকেও যে সুইমিং পুলে ছবি তোলা যায় তা তিনি বুঝিয়ে দিয়েছেন তাঁর ভক্তদের৷

গাউন পরে উষ্ণতাভরা পোজে সুইমিং পুলে নিজেকে মেলে ধরেছেন মধুমিতা৷ মাল্টি লেয়ারড ক্যান্ডি গাউনে মোহময়ী হয়ে উঠেছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘আমাকে এখন শোনো’। টেলি অভিনেত্রী থেকে সিনেমায় অভিনয় দক্ষতার ছাপও রেখেছেন নায়িকা।

কয়েক দিন আগেই অভিনেতা সৌরভ দাসের সঙ্গে মধুমিতার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল শোনা গিয়েছিল৷ আর তা নিয়ে জোরকদমে চর্চা হয়েছে টলিপাড়ায়। অবশ্য সেই জল্পনায় জল ঢেলে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন সিঙ্গেল। টেলিভিশনে কাজ করার সময়ই অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন মধুমিতা। যদিও সেই সম্পর্কে দু’জনেই ইতি টেনেছেন৷ তবে দীর্ঘদিন ধরে আলাদা থাকার পর এখনও আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের। এ নিয়ে দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, বিয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করে ফেলেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 10 =