ফের মা হচ্ছেন ঐশ্বর্য? কীভাবে সুখবর দিলেন বেটা বি’র?

ফের মা হচ্ছেন ঐশ্বর্য? কীভাবে সুখবর দিলেন বেটা বি’র?

মুম্বই: সম্প্রতি সোস্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা৷ পোস্ট করেছেন যখন খোদ অভিষেক বচ্চনের, তো তখন সেটা দিয়ে কানাঘুষো তো হবেই! পোস্টের বিষয় আর কিছুই নয়, অভিষেক জানিয়েছেন খুব শীঘ্রই সকলের জন্য খুশির খবর দিতে চলেছেন তিনি৷

স্বভাবতই এই খবরে সকলেরই অনুমান একটাই নতুন বছরে হয়তো তিনি দ্বিতীয় বারের জন্য বাবা হতে চলেছেন৷ বলিউড দম্পতির প্রথম সন্তান আরাধ্যাও বেশ বড় হয়ে উঠেছে৷ এমন সময় বাবা মা হিসেবে দ্বিতীয় সন্তানের জন্য ভাবনা করা যথেষ্টই সঙ্গত৷ এখন বেটা বি’র ফ্যান ফলোয়ারদের এই অনুমান কতটা সত্যি তা আগামী সময়ই বলবে৷ অল্প দিনের মধ্যেই খুশির খবর প্রকাশ করবেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eighteen =