বলিউড দাপিয়ে হলিউডে পাড়ি, নতুন সফরে আলিয়া-বাদশা-ধনুষ

বলিউড দাপিয়ে হলিউডে পাড়ি, নতুন সফরে আলিয়া-বাদশা-ধনুষ

মুম্বই: বলিউডে কাজ করেছেন দাপটের সঙ্গে৷ এক দশকের কেরিয়ারে পৌঁছেছেন সাফল্যের শীর্ষে৷ একার কাঁধে ২০০ কোটির এলিট ক্লাবে সামিল করেছেন ‘গাঙ্গুবাই’কে৷ বলিউডে ঝড় তোলা আলিয়া ভাট এবার পা রাখতে চলেছেন হলিউডে৷ ‘দ্য হার্ট অব স্টোন’ ছবিতে দেখা যাবে রণবীর পত্নীকে৷ 

 

 

আরও পড়ুন- পুরুষদের আকৃষ্ট করতেই কি নারীরা বক্ষবিভাজিকা প্রদর্শন করেন? আপত্তিকর প্রশ্নে সমালোচনাল ঝড়

হলিউডের প্রথম ছবিতেই আলিয়া কাজ করবেন  ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাডোট এবং ‘ফিফটি শেডস’-এর জেইমি ডরনানের সঙ্গে৷ গোয়েন্দা ঘরানার এই ছবিটি পরিচালনার দায়িত্ব রয়েছে টম হার্পার৷ এর আগে ‘দ্য এরোনটস’, ‘দ্য ওম্যান ইন ব্ল্যাক’, ‘ওয়ার বুক’, ‘দ্য স্কাউটিং বুক ফর বয়েস’ এবং ‘ওয়ার বুক’-এর মতো একাধিক ছবি পরিচালনা  করেছেন তিনি৷ নেটফ্লিক্স এবং স্কাইড্যান্সের ব্যানারে তৈরি হচ্ছে আলিয়ার প্রথম হলিউড ছবি। 

গত ১৪ এপ্রিল বিয়ের পিড়িতে বসেন আলিয়া৷ গাঁটছড়া বাঁধেন রণবীর কাপুরের সঙ্গে৷ এর পরেই সহ অভিনেতাকে বিয়ের শুভেচ্ছা জানান গ্যাল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে জ্বলজ্বল করছে তাঁর মেহন্দি অনুষ্ঠানের একাধিক ছবি৷ প্রতিটি লেন্সে ধরা পড়েছে বর-কনের রসায়ন। তেমনই এক ছবিতে গ্যাল লেখেন, ‘অনেক অভিনন্দন’। সেই সঙ্গে জুড়ে দেন লাল রঙের হৃদয়ের ইমোজি।

তবে শুধু আলিয়া নন। হলিউড পাড়ি দিচ্ছেন বলিউডের ব়্যাপার বাদশাও৷ শুক্রবার মুক্তি পাবে তাঁর আন্তর্জাতিক অ্যালবাম। ২০০৬ সালে বলিউডে যাত্রা শুরু তাঁর৷ ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গেই কেরিয়ার শুরু করেন বাদশা। তবে ২০১২ সাল থেকে স্বতন্ত্র ভাবে কাজ শুরু করেন তিনি। ওই বছরেই হরিয়ানার ভাষায় তাঁর গাওয়া ‘কার গয়ি চুল’ নামে গানটি শোরগোল ফেলে দেয়। ২০১৬ সালে ‘কাপুর অ্যান্ড সনস’-ছবিতে সেই গান ব্যবহার করা হয়। এ ছাড়াও ‘ডিজে বাবু’, ‘পানি পানি’, ‘গেন্দা ফুল’-এর মতো একাধিক জনপ্রিয় গানের স্রষ্টা তিনি৷ 

হলিউডের দৌড়ে পিছিয়ে নেই দক্ষিণী তারকা ধনুষও৷ রুসো ব্রাদার্স-এর ছবিতে অভিনয় করবেন তিনি৷ ছবির নাম ‘দ্য গ্রে ম্যান’। এই ছবিতে তাঁর সব অভিনেতা ক্রিস ইভানস এবং রায়ান গসলিংয়ের মতো তারকারা। কানাঘুষো, খুব শীঘ্রই নাকি একই পথের পথেক হবেন হৃতিক রোশন, সুনীল শেট্টিরাও৷