আলিয়া ভাট এবার ছবি করবেন ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এস. এস. রাজামৌলির সঙ্গে। সম্প্রতি এই খবর সামনে আসতেই খুশি হয়েছেন সিনেপ্রেমীরা। ভারতীয় দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল এস. এস. রাজামৌলি পরিচালিত ছবি ‘বাহুবলী’। এক সূত্র মারফত খবর, আলিয়ার ‘গডফাদার’ করণ জোহরের মাধ্যমে আলিয়ার সঙ্গে দেখা করেন রাজামৌলি। তবে ছবির সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা না গেলেও রাজমৌলির ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন আলিয়া।
