জোড়া সুখবর বলিউডে, মা হচ্ছেন অমৃতা রাও ও সাগরিকা ঘাটগে

মুম্বই: করোনা পরিস্থিতিতে একের পর এক সুখবর দিচ্ছে বলিউড। করিনা কাপুর, অনুষ্কা শর্মার পর এবার মা বতে চলেছেন অমৃতা রাও ও সাগরিকা ঘাটগে। দুজন অভিনেত্র্রীই বেবি বাম্পের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

 

মুম্বই: করোনা পরিস্থিতিতে একের পর এক সুখবর দিচ্ছে বলিউড। করিনা কাপুর, অনুষ্কা শর্মার পর এবার মা বতে চলেছেন অমৃতা রাও ও সাগরিকা ঘাটগে। দুজন অভিনেত্র্রীই বেবি বাম্পের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

বর্তমানে দুবাইয়ে রয়েছেন জহির খান ও সাগরিকা ঘাটগে। জহির খান সম্প্রতি সেখানে তাঁর জন্মদিন উদযাপন করেছেন। স্ত্রী সাগরিকা ঘাটগে জন্মদিনের পার্টির ছবি পোস্ট করেছেন। সেখানে সাগরিকে যে কালো রঙের পোশাকটি পরেছেন তার উপর দিয়ে স্পষ্ট তাঁর বেবি বাম্প দেখা যাচ্ছে। তারপর থেকেই খবর ছড়িয়ে পড়েছে যে তাঁরা তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন। তাঁরা ২০১৩ সালে গাঁটছড়া বাঁধেন। জহির এবং সাগরিকার বন্ধুরা মিররকে নিশ্চিত করেছেন যে সুখী দম্পতি এবার বাবা-মার হওয়ার জন্য তৈরি।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হাথরাসে মৃত নির্যাতিতার বাবা, ভয়ে হাসপাতালে যেতে নারাজ

এছাড়া বলিউড থেকে এসেছে আরও একটি সুখবর। গর্ভবতী অভিনেত্রী অমৃতা রাও-ও। নেটদুনিয়ায় তাঁর ও তাঁর স্বামী আর জে আনমলের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে অমৃতার বেবি বাম্প দেখা যাচ্ছে। তাঁরাও তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। যদিও দম্পতি এই খবরটি নিশ্চিত করেননি। দম্পতিকে একজন চিকিৎসকের ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল। অমৃতা মিডিয়া এবং ভক্তদের কাছ থেকে তাঁর গর্ভাবস্থার সুসংবাদ লুকানোর কোনও চেষ্টা করেননি। সূত্রের খবর লকডাউনের ঠিক আগে গর্ভবতী হয়েছিলেন অমৃতা। সাত বছরের ডেটিংয়ের পরে ২০১৬ সালে অমৃতা এবং আনমোল গাঁটছড়া বাঁধেন। বিবাহে শুধু ঘনিষ্ঠ আত্মীয় এবং নিকটাত্মীয় বন্ধুরা ছাড়া কেই উপস্থিত ছিল না। কাজের জায়গায় অমৃতা সর্বশেষ ২০১৯ সালে নবাবউদ্দিন সিদ্দিকীর বিপরীতে ‘ঠাকরে’ ছবিতে অভিনয় করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =