আদরের পোষ্যকে নিয়েই ছাদনাতলায় অনন্ত, গায়ে ম্যাচিং শেরওয়ানি! মুগ্ধ নেটপাড়া

মুম্বই: ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর…’, মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানিরক্ষেত্রে কথাটা দারুণ ভাবে প্রযোজ্য। কারণ, শৈশব থেকেই পশুপ্রেমী ছোট…

মুম্বই: ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর…’, মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানিরক্ষেত্রে কথাটা দারুণ ভাবে প্রযোজ্য। কারণ, শৈশব থেকেই পশুপ্রেমী ছোট রাজপুত্র । সেই প্রেম থেকেই গড়ে উঠেছে গুজরাতের ‘ভান্তারা’। যেখানে পশুদের সংরক্ষণ করা হয়৷ তাঁর বিয়ের পোশাকেও ছিল পশুপ্রেমের ছোঁয়া৷ হাতির আকারে তৈরি ব্রুচ তিনি লাগিয়েছিলেন শেরওয়ানিতে। তাঁর বিয়ের আসরে দেখা মিলেছিল আদরের পোষ্যের৷ তার গায়ের পোশাকে ছিল চমক৷ পোষ্য ‘হ্যাপি’র অনন্তের মতোই ম্যাচিং শেরওয়ানিতে সেজে সামিল হয়েছিল বরযাত্রীর দলে৷ যা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া৷

 

 

 

View this post on Instagram

 

A post shared by Isha Ambani Piramal (@_mayfairmasala)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *