এবার মহাপ্রভুর চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ!

এবার মহাপ্রভুর চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ!

কলকাতা: মহাপ্রভুর চরিত্রে যীশুর জায়গায় অনির্বাণ! যীশুর বয়স এখন অনেকটাই বেশি৷ ফলে মহাপ্রভুর চরিত্রে ওঁকে আর মানাবে না বলেই তাঁকে সেখান থেকে বাদ রাখা হয়েছে বলেই ছবি নির্মাতা সূত্রে খবর৷ তবে মহাপ্রভু বলতেই যীশুর মুখটাই এখনও সকলের চোখে উজ্জ্বল, ফলে সেই ধারা বহন করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে৷ তবে অনির্বাণ এই ছবিতে যীশুর জায়গায় বলে যে ধারণা করা হচ্ছে, তা সত্যি নয় বলেই খবর৷ বরং তাঁকে ছবির একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলেই জানা গিয়েছে৷ 

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক-প্রযোজক সৃজিত এবং রানা সরকার একসঙ্গে ছবি করতে চলেছেন৷ ‘জাতিস্মর’-র  মতো করেই এবার মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জীবন তুলে ধরা হবে সিনেমায়। তবে ফিউশন স্টাইলে তৈরি হবে ছবিটি৷ ছবির নাম দেওয়া হয়েছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’। টলি স্টার দেব অভিনীত এই গানটির ব্যবহারও করা হচ্ছে এই ছবিতে। ছবির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল গানে৷ কবীর সুমন আপাতত অসুস্থ৷ তবে তাঁর কাছেই প্রস্তাব রাখা হবে গানের জন্য৷ প্রচুর কীর্তন দিয়ে মিউজিক্যাল ছবি তৈরি হবে এটি। 

অনেক দিন ধরে এই পূর্ণ দৈর্ঘ্যের ছবিটি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছিল৷ মহাপ্রভুর কাস্টিংয়ের জন্য অডিশন নেওয়া হচ্ছে। এই চরিত্রে অভিনয় এবং তাঁর লুক দুটোই খুব গুরুত্বপূর্ণ হওয়ায় সেই মিশেল পাওয়ার জন্য খোঁজ চলছে৷ তা পেয়ে গেলে নতুন প্রতিভার কথা ভাববে টিম৷ ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির প্রি প্রোডাকশনের কাজ এগোচ্ছে দ্রুত গতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 2 =