মঞ্চে গায়ক, হাপুস নয়নে কাঁদছেন তরুণী, কী করলেন অরিজিৎ?

কলকাতা: সঙ্গীতপ্রেমীদের কাছে আবেগের নাম অরিজিৎ সিং৷ তাঁকে সামনে থেকে গাইতে দেখাটা অনেকের কাছেই স্বর্গসুখ৷ গত অগাস্ট মাসে ব্রিটেনে একাধিক শো ছিল তাঁর৷ তবে অসুস্থতার…

arijit sing

কলকাতা: সঙ্গীতপ্রেমীদের কাছে আবেগের নাম অরিজিৎ সিং৷ তাঁকে সামনে থেকে গাইতে দেখাটা অনেকের কাছেই স্বর্গসুখ৷ গত অগাস্ট মাসে ব্রিটেনে একাধিক শো ছিল তাঁর৷ তবে অসুস্থতার জন্য শো বাতিল করতে হয় তাঁকে৷ তবে নিজের ভক্তকুলকে নিরাশ করেননি তিনি৷ সেপ্টেম্বর মাসে একের পর এক শো করেছেন অরিজিৎ৷

 

১৫ সেপ্টেম্বর লন্ডনে ছিল অরিজিৎ-এর ফাস্ট শো। এর পর একের পর এক শো রয়েছে বার্মিংহাম, ম্যানচেস্টার-সহ অন্যান্য জায়গায়। ২২ সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটেনের নানা প্রান্তে রয়েছে অরিজিতের অনুষ্ঠান। লন্ডনের শো-এ অরিজিৎ যখন গান গাইছেন, তখন দেখা গেল মঞ্চের সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন এক তরুণী৷ সেই দেখে আবেগতাড়িত ভক্তের দিকে এগিয়ে আসেন অরিজিৎ৷ তাঁকে আশ্বস্ত করেন গায়ক। গাইতে গাইতেই মাটিতে বসে পড়েন অরিজিৎ। ইশারা করে চোখের জল মুছতে বলেন ওই তরুণীকে। সেই সঙ্গে হাসির ভঙ্গিও দেখান তাঁকে। অরিজিতকে কাছে পেয়ে চোখের জল মোছেন ওই ভক্ত৷ ঠোঁটের কোনে উঁকি দেয় হাসি৷