কার কার সঙ্গে মাদক নিয়ে কথা, অরিয়ানের জামিনের আগেই আদালতে তথ্য NCB-র

কার কার সঙ্গে মাদক নিয়ে কথা, অরিয়ানের জামিনের আগেই আদালতে তথ্য NCB-র

মুম্বই: মাদককাণ্ডে আজ জামিনের শুনানি হবে আরিয়ান খানের৷ তার আগে আদালতে গুরুত্বপূর্ণ তথ্য দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)৷ বলিউডের উঠতি অভিনেত্রীর সঙ্গে মাদক নিয়ে কথা হয়েছিল শাহরুখ পুত্রের৷ মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজে এনসিবি অফিসাররা তল্লাশি শুরু করার কিছু আগেই ওই উঠতি অভিনেত্রীর সঙ্গে কথা হয়েছিল তাঁর৷ আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সেই তথ্য পাওয়া গিয়েছে৷ 

আরও পড়ুন- নিখোঁজ! অমিত শাহ সহ এবার BJP নেতাদের ‘সন্থান চাই’ পোস্টারে ছয়লাপ হাবড়া

আরিয়ান

সূত্রের খবর, ওই উঠতি বলিউড অভিনেত্রী ছাড়াও এক মাদক পাচারকারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছিল আরিয়ান খানের। জামিনের মামলা শুরুর আগে সেই তথ্যপ্রমাণও আদালতে জমা দিয়েছেন এনসিবি অফিসাররা৷ এদিকে ছেলের জামিনের জন্য উতলা শাহরুখ-গৌরী৷ জামিন না মেলায় বদলে ফেলেছেন আইনজীবীও৷ কিন্তু কোনও সুরাহাই যেন হচ্ছে না৷ মঙ্গলবার জানা গিয়েছিল, গৌরী পণ নিয়েছেন, ছেলে বাড়ি না ফেরা পর্যন্ত ‘মন্নত’-এ কোনও রকম মিষ্টি রান্না করা হবে না। ক্ষীর হবে না৷ বিশেষ ধার্মিক না হয়েও ছেলের জন্য প্রতিদিন নিয়মিত ভাবে প্রার্থনা করছেন গৌরী৷ নবরাত্রিও করেছেন তিনি৷ আজ আরিয়ান জামিন পান কিনা, সেটাই দেখার৷ 

গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজে রেভ পার্টি থেকে আটক করা হয় আরিয়ান ও তাঁর সঙ্গীদের৷ টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ আজ আরিয়ান জামিন পাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়৷ তবে দীপাবলির আগে ছেলেকে ঘরে ফিরে পেতে মরিয়া শাহরুখ-গৌরী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =