মুম্বই: মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র বাপ্পি লাহিড়ি৷ ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী৷ হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় একমাস ধরে নানারকম শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবারই বাড়ি ফেরিছিলেন৷ বাবার শরীর ভালো রয়েছে শুনে নিশ্চিন্তেই লস অ্যাঞ্জেলসে ছিলেন তাঁর ছেলে বাপ্পা লাহিড়ি৷ কিন্তু এক দিনের মধ্যেই সব শেষ৷ চিরদিনের মতো ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দিলেন বাপ্পি লাহিড়ি৷ তবে পরিবার সূত্রে জানান গিয়েছে, বুধবার তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে না৷ মধ্যরাতের বিমানে বাপ্পা বাড়ি ফেরার পর বৃহস্পতিবার হবে শেষকৃত্য৷
আরও পড়ুন- রবীন্দ্রসদন শায়িত ‘সন্ধ্যা’, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে ‘গীতশ্রী’-র শেষকৃত্য
৬ মাস আগে করোনা আক্রান্ত হয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী৷ সেই সময় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি৷ তখন বাবার পাশেই ছিলেন ছেলে বাপ্পা লাহিড়ি৷ নিজে তদারকি করে সমস্ত দিক সামলেছিলেন৷ বছর ঘুরতেই ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বাপ্পি লাহিড়ি৷ টানা একমাস ভর্তি থাকার পর সোমবার বাড়ি ফিরেছিলেন৷ কিন্তু একদিনের মধ্যেই সব শেষ৷ অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু হয় বাপ্পি লাহিড়ির। আপাতত বিদেশ থেকে ছেলের ফেরার অপেক্ষা৷ বাপ্পা ফিরলেই বৃহস্পতিবার সম্পন্ন হবে সঙ্গীত শিল্পীর শেষকৃত্য৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>