৪২ বছরে মা হচ্ছেন ভারতী, ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রথম সন্তানের জন্ম দেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পরেই, আরও একটি সেলিব্রিটির মা হওয়ার কথা সামনে এল। সোমবার ৪১ বছর…

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রথম সন্তানের জন্ম দেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পরেই, আরও একটি সেলিব্রিটির মা হওয়ার কথা সামনে এল। সোমবার ৪১ বছর বয়সী ভারতী সিং ঘোষণা করেছেন যে তিনি তার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন।

কমেডিয়ান ভারতী ইনস্টাগ্রামে স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে তাঁর বেবি বাম্পের একটি ছবি শেয়ার করেছেন। তখনই জানা যায় তাঁদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে। এই দম্পতির প্রথম সন্তানের নাম লক্ষ। ডাকনাম গোলা। ২০২২ সালে জন্মগ্রহণ করে সে। ক্যাটরিনা ৪২ বছর বয়সে গর্ভধারণ করেছেন। আর ভারতীর ৪১ বছর বয়সে গর্ভবতী হলেন। তাঁর মাতৃত্বের খবর পাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছে ভারতী ও হর্ষের সোশ্যাল মিডিয়া। অনুরাগীদের পাশাপাশি সেলেব্রিটিরাও তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Bharti Siingh (@bharti.laughterqueen)

এখন চল্লিশোর্ধ্বে একাধিক সেলেব মা হওয়ার সিদ্ধান্ত নিলেও আগে এমন ছিল না। আগে অনেক সেলিব্রিটি, যেমন কোরিওগ্রাফার এবং পরিচালক ফারাহ খান, ৪০ বছর বয়সের পরে মাতৃত্ব গ্রহণের জন্য সহায়ক প্রজনন প্রযুক্তি (ART) বেছে নেন। চিকিৎসকদের মতে এতে ঝুঁকি অনেক কম থাকে। কিন্তু ভারতী ও ক্যাটরিনা সেই রাস্তায় না গিয়ে গর্ভধারণের সিদ্ধান্ত নেন। 

Comedian Bharti Singh and her husband Haarsh Limbachiyaa announce their second pregnancy, sharing a heartwarming picture with Bharti’s baby bump. Fans and celebrities flood their social media with congratulatory messages.