ভক্তদের চমক দিয়ে নিকাহ সারলেন সানা, স্বামীর সঙ্গে ছবি পোস্ট বিগ বস খ্যাত অভিনেত্রীর

ভক্তদের চমক দিয়ে নিকাহ সারলেন সানা, স্বামীর সঙ্গে ছবি পোস্ট বিগ বস খ্যাত অভিনেত্রীর

নয়াদিল্লি: অভিনয় জগতকে আলবিদা জানিয়ে আগেই ভক্তদের অবাক করেছিলেন তিনি৷ এবার বিয়ের ছবি শেয়ার করে সকলকে চমকে দিলেন সানা খান৷ চুপিসারেই নিকাহ সারলেন অভিনেত্রী৷ ঘরোয়া ভাবেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সানা৷ রবিবার স্বামীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে রুপোলি পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী৷ 

আরও পড়ুন- ভারতের মুকুটে নতুন পালক, এমি অ্যাওয়ার্ড পেল ‘দিল্লি ক্রাইম’

২১ নভেম্বর গুজরাতের মুসলিম ধর্মগুরু মুফতি আনাস সৈয়দকে বিয়ে করেন সানা খান৷ তাঁদের বিয়ের ভিডিয়ো ভাইরাল হয় বলিউডের এক বিখ্যাত পাপারাৎজির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে৷ সেখানে দেখা যায় উজ্জ্বল লাল লেহঙ্গা পরা সানা বসে রয়েছেন স্বামীর পাশে৷ মুফতির পরনে সাদা শেরওয়ানি৷ তাঁদের এই ছবি ইন্টারনেটে এখন ভাইরাল৷ বিয়ের একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে৷ যেখানে সানা ও তাঁর স্বামীকে কেক কাটতে দেখা যায়৷ বিয়ের পর নিজের নামও পরিবর্তন করে নিয়েছেন তিনি৷ নাম হয়েছে সৈয়দ সানা খান৷ তবে তাঁর বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই উপচে পড়েছে কমেন্ট বক্স৷ অনেকেই সানার পছন্দকে নিয়ে বিদ্রুপ করেছেন৷ অনেকে আবার নেতাই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে৷ 

আরও পড়ুন- বিনোদনের দুনিয়ায় ফের দুঃসংবাদ, প্রয়াত টেলিভিশন অভিনেতা আশিস রায়

অন্যদিকে, বিয়ের ছবি শেয়ার করে সানা লেখেন আল্লাহর জন্যই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ তবে অতীতে কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর৷ কিন্তু কয়েক মাস আগে সেই সম্পর্কে ফাটল ধরে৷ লুইসের বিরুদ্ধ একাধিক বিস্ফোরক মন্তব্যও করেন অভিনেত্রী৷ অগাস্ট মাসে দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে বিনোদন জগতকে বিদায় জানান সানা৷ ২০০৫ সালে ‘এহি হ্যায় হাই সোসাইটি’ ছবির হাত ধরে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন সানা থানের৷ এর পর হাল্লা বোল, হয় হো, ওয়াজা তুম হো এবং টয়লেট: এক প্রেম কথা ছবিতে অভিনয় করেছেন তিনি৷ বিগ বস ৬-এ বহু চর্চিত প্রতিযোগী ছিলেন তিনি৷ অগাস্ট মাসে গত ১৫ বছরের দীর্ঘ কেরিয়ারে ইতি টানেন তিনি৷ আগামী দিনে তিনি ধর্মের পথে চলতে চান বলেই জানিয়েছেন অভিনেত্রী৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =