নবরাত্রি নিয়ে অশালীন পোস্ট! ‘এরোজ নাউ’কে বয়কট করার দাবি নেটদুনিয়ায়

মুম্বই: অশালীনতার দায়ে অভিযুক্ত হল মিউজিক কোম্পানি এরোজ। সোশ্যাল মিডিয়ায় সংস্থার পোস্টে এমন কিছু শব্দ ও বাক্য ব্যবহার করা হয়েছে যা হিন্দুদের মনোভাবে আঘাত করে। এই অভিযোগ তুলে 'এরোজ নাউ'কে বয়কটের ডাক উঠেছে নেটদুনিয়ায়।

মুম্বই: অশালীনতার দায়ে অভিযুক্ত হল মিউজিক কোম্পানি এরোজ। সোশ্যাল মিডিয়ায় সংস্থার পোস্টে এমন কিছু শব্দ ও বাক্য ব্যবহার করা হয়েছে যা হিন্দুদের মনোভাবে আঘাত করে। এই অভিযোগ তুলে ‘এরোজ নাউ’কে বয়কটের ডাক উঠেছে নেটদুনিয়ায়।

শুরু হয়েছে নবরাত্রি উৎসব। ভারতের ৯ দিন দিনব্যাপী এই পুজোয় শামিল হয় হিন্দু সম্প্রদায়। সেই উলপক্ষে একটি পোস্ট করে ‘এরোজ নাউ’। সেখানে ক্যাটরিনা কাইফের ছবি দিয়ে লেখা হয়েছিল ‘‘আমার নবরাত্রিতে কি তুমি রাত্রি যোগ করতে চাও?’’ আর একটি পোস্টে সালমান খানের ছবি দেখা হয়েছিল, ‘‘ডান্ডিয়া খেলার জন্য তোমার একটি ডান্ডির প্রয়োজন৷ আমার কাছে একটা আছে৷’’ এছাড়া রণবীর সিংয়ের ছবি দেওয়া একটি বিজ্ঞাপনে লেখা হয়েছে, “Let’s have some majama in my pajama.” এই বিজ্ঞাপনগুলি হিন্দুদের ভাবাবেগে আঘাত করে বলে অভিযোগ উঠেছে।

জম্মুর আইনজীবী দীপিকা রাজাওয়াত থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কমলা হ্যারিসের ভাইজি মিনা, এর বিরুদ্ধে আঙুল তুলেছেন। ‘এরোজ নাউ’কে বয়কট করার দাবি উঠেছে। নেটিজেনদের একাংশ কয়েকটি স্ক্রিনশট তুলে হিন্দু সম্প্রদায়কে আঘাত করার অভিযোগ তুলেছে এই সংস্থার বিরুদ্ধে। পাশাপাশি তাদের এও বক্তব্য, ইদের শুভেচ্ছা পোস্ট করার সময় শালীন থাকে ‘এরোজ নাউ’। কিন্তু হিন্দুদের কোন উৎসব যেমন নবরাত্রি বা দোলের ক্ষেত্রে অশালীন পোস্ট শেয়ার করে। ‘এরোজ নাউ’-এর তরফ এখনও অভিযোগের কোনও উত্তর দেওয়া হয়নি।

 

 

 

 

 

 

 

 

আইনজীবী দীপিকা সিং রাজাওয়াত কাঠুয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে নির্যাতিতার পরিবারের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য খ্যাতি পেয়েছিলেন। তিনি নবরাত্রির একটি বিতর্কিত কার্টুন শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে নবরাত্রির সময় একজন ব্যক্তির দেবতার পা ছুঁয়েছেন। এবং পরে ওই একই ব্যক্তি একজন মহিলার উভয় পা ধরে থাকেন সারাদিন ধরে। দীপিকাকে তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে কার্টুনটি শেয়ার করার সময় ক্যাপশন দিয়েছিলেন “আয়রনি”। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে হিন্দু গোষ্ঠীগুলি সিনেটর কমলা হ্যারিসের ভাগ্নির কাছে “আপত্তিকর” চিত্রের জন্য ক্ষমা চেয়েছে। সেই ছবিতে দেবী দুর্গা হিসাবে ডেমোক্র্যাটিক সহ-রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী কমলা হ্যারিস চিত্রিত হয়েছিলেন। আর অসুরের জায়গায় ছিল ট্রাম্প। টুইটটি এখন আইনজীবী মীনা হ্যারিস মুছে ফেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =