প্রকাশ ঝা ও ববি দেওলকে আইনি নোটিস, নেটদুনিয়াতেও ‘আশ্রম’ বয়কটের ডাক

মুম্বই: 'আশ্রম' নিয়ে ফের বিতর্ক। অভিনেতা ববি দেওল ও পরিচালক প্রকাশ ঝা এই ওয়েব সিরিজের জন্য আইনি নোটিস পেয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ববি দেওল অভিনীত চরিত্রটিকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা হিন্দু ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত করে। এই অভিযোগে যোধপুর জেলা ও দায়রা আদালতে প্রকাশ ঝা ও ববি দেওলের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী কুশ খাণ্ডেলওয়াল। তারপরই দু’‌জনকে নোটিসও পাঠানো হয়েছে।

 

মুম্বই: ‘আশ্রম’ নিয়ে ফের বিতর্ক। অভিনেতা ববি দেওল ও পরিচালক প্রকাশ ঝা এই ওয়েব সিরিজের জন্য আইনি নোটিস পেয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ববি দেওল অভিনীত চরিত্রটিকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা হিন্দু ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত করে। এই অভিযোগে যোধপুর জেলা ও দায়রা আদালতে প্রকাশ ঝা ও ববি দেওলের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী কুশ খাণ্ডেলওয়াল। তারপরই দু’‌জনকে নোটিসও পাঠানো হয়েছে।

শুধু ববি দেওল ও প্রকাশ ঝায়ের বিরুদ্ধে যে নোটিস জারি হয়েছে, তাই নয়। সোশ্যাল মিডিয়াতেও এই ওয়েব সিরিজটি বয়কটের ডাক দিয়েছেন অনেকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘BanAashramWebseries’ নামে হ্যাশট্যাগটি। তবে এনিয়ে এখনও পর্যন্ত ববি দেওল বা প্রকাশ ঝায়ের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রকাশ ঝায়ের ওয়েব সিরিজ ‘আশ্রম’ ইতিমধ্যেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। সমালোচকদের থেকেও ভাল রেটিং পেয়েছে এই ওয়েব সিরিজ। শীঘ্রই মুক্তি পাবে এর সেকেন্ড সিজন। সিরিজে এক স্বঘোষিত ধর্মগুরুর গল্প দেখানো হয়েছে। এই ধর্মগুরুর চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। এখানে তাঁর নাম বাবা নিরালা। তার আশ্রমে অনেক সামাজিক কাজকর্ম করা হয়। ভক্তরাই এই কাজ করে। সমাদের নিচু স্তরের মানুষদের সসম্মানে আশ্রমে ঠাঁই দেয় বাবা নিরালা। কিন্তু এর পিছনে লুকিয়ে রয়েছে একটি অন্ধকার অধ্যায়। আশ্রমের যে মহিলাককে পছন্দ হয় বাবা নিরালার, তাকে বাবার বিছানায় যেতে হয়। ঘটনাচক্রে আশ্রমের এক ভক্ত সত্তির স্ত্রী ববিতাকে ধর্ষণ করে নিরালা। এদিকে সত্তির বোন বাবাকে ভগবানের মতোই শ্রদ্ধা করে। তার দিকেও বাবার কুদৃষ্টি রয়েছে। সেই গল্প দেখানো হয়েছে দ্বিতীয় সিজনে।

দ্বিতীয় সিজনের ঘোষণা হওয়া মাত্রই রুষ্ট হয় নেটিজেনদের একাংশ। ‘আশ্রম’ ওয়েব সিরিজ নিষিদ্ধ করার দাবি তোলেন তাঁরা। তাঁদের মতে এই ওয়েব সিরিজের মাধ্যমে হিন্দু ধর্মের অপমান করা হচ্ছে। এটি হিন্দু ধর্ম সম্পর্কে ভুল তথ্য প্রচার করছে। তাই অবলম্বে এটি বন্ধ করা উচিত। এ ছাড়া কিছু লোক এমনও বলেছেন যে প্রকাশ ঝায়ের পাশাপাশি ববি দেওলও সমান দোষী। এছাড়া এই ওয়েব সিরিজের লেখক মুসলিম হওয়ার কারণে ওয়েব সিরিজ ব্যান করা নিয়ে আপত্তি তুলেছে নেটিজেনদের একাংশ। প্রসঙ্গত, ‘আশ্রম’-এর কাহিনি লিখেছেন হাবিব ফয়জল। এই ওয়েব সিরিজে ববি দেওল ছাড়াও অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, ত্রিধা চৌধুরী, দর্শন কুমার, অনুপ্রিয়া গোয়েঙ্কা, তুষার পাণ্ডে, অদিতি পোহাঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eight =