‘আমাদের ইচ্ছা, আমাদের ছবি’, সাহসী প্রি-ওয়েডিং শুটের ছবি নিয়ে কটুক্তির পর জবাব হবু দম্পতির

‘আমাদের ইচ্ছা, আমাদের ছবি’, সাহসী প্রি-ওয়েডিং শুটের ছবি নিয়ে কটুক্তির পর জবাব হবু দম্পতির

তিরুবনন্তপূরম: বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে এখন প্রি-ওয়েডিং ফোটোশ্যুট মাস্ট৷ রোমান্টিক নানান ধরণের ফোটশ্যুট করেন এক একটি জুটি৷ সম্প্রতি এরকমই এক জুটির ফোটোশ্যুটের ছবি রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ কেউ কেউ তাদের ছবির প্রশংসা করলেও অনেকেই সেই ছবি দেখে নাক কুঁচকেছেন৷

খোলামেলা পোশাকে এহেন ফটোশ্যুট অনেকেই নিতে পারেননি ভালো চোখে৷ কেরলের ঋষি ও লক্ষ্মি কিছুদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন৷ তবে তার আগে মন মতো প্রি-ওয়েডিং শ্যুট করান তারাও৷ যেখানে লক্ষ্মিকে দেখা গিয়েছে, সাদা চাদরে নিজের বক্ষদেশ ঢেকে রয়েছেন তিনি৷ পিছন থেকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে রয়েছে তার হবু স্বামী ঋষি৷ একদম নতুনত্ব ও সাহসী এই ফটোশ্যুট মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই তাদের এই বোল্ড ফটোশ্যুটি নিয়ে কটুক্তিউ করতে থাকে৷

তবে এই জুটি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, কে কী বলছে তাতে কিছুই যায় আসে না তাদের৷ তাদের দেহ তারা কীভাবে দেখাবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার৷ ঋষি জানিয়েছেন, প্রি ওয়েডিং এই শ্যুটে অনেকেই ট্রাডিশনাল পোশাক পরে ছবি তোলে৷ তবে আমরা একটু অন্যরকম ছবি তুলতে চেয়েছিলাম৷ তাই আমরা এই ছবি তুলেছি৷ এই ধরণের ছবি তোলার ধারণা ঋষিকে দেয় তাদেরই পারিবারিক বন্ধু অখিল কার্তিকেয়ন৷ অখিল পেশায় ফটোগ্রাফার৷ সেই এই ছবি গুলি তুলে দিয়েছিলেন এই জুটিকে৷ তবে এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তাদের এই ছবি ব্যবহার করে রীতিমত ট্রোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই জুটিকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরণের মন্তব্য করতে থাকেন৷

এপ্রসঙ্গে লক্ষ্মী জানিয়েছেন, তিনি অফ সোল্ডার ও ছোট পোশাক পরার জন্য তাকে নানা কটুক্তি করা হয়৷ কিন্তু পা ও গলা দেখানো কোনওদিন নগ্নতার মধ্যে পড়ে না৷ আমাকে প্রচুর খারাপ কথা বলেছে অনেকেই৷ অনেককেই আমরা রিপ্লাই করি৷ তবে তারপর আমরা ঠিক করি যে আমরা তা এড়িয়ে চলব৷ লক্ষ্মী জানিয়েছেন, এমনকি তার প্রতিবেশী ও কিছু আত্মীয়ও এর জন্য তার পরিবারের কাছে নালিশ করেছে৷ ঋষি জানিয়েছেন, আমরা ঠিক করেছি এদের উত্তর দিয়ে আমাদের এনার্জি ব্যায় করব না৷ সোশ্যাল মিডিয়ার যুগে এখন নানা মুনির নানা মত দেওয়ার সুযোগ হয় প্রকাশ্যে৷ তবে যে যাই বলুক কেন ছবিগুলি যে সুন্দর তা অস্বীকার করতে পারবেন না আপনিও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 1 =