‘চুল দিয়ে ঢেকে রাখো স্তন’, ক্লিভেজ দেখিয়েই কটূকথা শুনলেন স্বস্তিকা

‘চুল দিয়ে ঢেকে রাখো স্তন’, ক্লিভেজ দেখিয়েই কটূকথা শুনলেন স্বস্তিকা

কলকাতা: আর কোনও রাকঢাক নেই৷ আপাতত গায়ক শোভনের সঙ্গে খুল্লাম খুল্লা প্রেমে মজেছেন পর্দায় রাধিকা ওরফা স্বস্তিকা দত্ত৷ ইনস্টা স্টোরিতে কাপল গোল দিচ্ছেন তাঁরা৷ তার উপর হট ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরাচ্ছেন অভিনেত্রী৷ কাজের ব্যস্ততার মাঝেই গত ২৩ এপ্রিল জন্মদিন পালন করলেন স্বস্তিকা৷ ‘প্রেমিক’ শোভনের ভালোবাসা মাথা উপহারে অভিভূত তিনি৷ যদিও শোভনকে বন্ধু বলেই দাবি তাঁর৷ 

আরও পড়ুন- ডিপ নেকে স্পষ্ট ক্লিভেজ, উন্মুক্ত উরু! ছেলের পাশে এই পোশাকে কটাক্ষের শিকার মালাইকা

তবে স্বস্তিকা ভোলেননি তাঁর অনুরাগীদের৷ জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য সকলকে ধন্যবাদও জানান তিনি৷ উজার করে দেন ভালোবাসা৷ কিন্তু জন্মদিনের কথা জানিয়ে ভিডিয়ো পোস্ট করতেই বিতর্কের ঝড়৷ এদিন শুটিং থেকে ফিরে মায়ের হাতে তৈরি পায়েসের বাটি হাতে ভিডিয়ো করেন স্বস্তিকা৷ তিনি বলেন, মায়ের হাতের পায়েস ছাড়া জন্মদিন অসম্পূর্ণ৷ জানান, জন্মদিন ভালোই কেটেছে তাঁর৷ বলেন, আমি যদি কারও মেসেজের রিল্পাই করতে না পারি, তাহলে প্লিজ আমাকে ক্ষমা কোরো৷ পোস্ট হতেই ভিডিয়ো ভাইরাল৷ কিন্তু এর পরেই ট্রোল্ড হতে হয় স্বস্তিকাকে৷ ধেয়ে আসে নোংরা কমেন্ট৷ 

আরও পড়ুন- অস্কারের মঞ্চে ইরফান, সম্মানিত অস্কারজয়ী ভানু আথাইয়া

এই ভিডিয়োটিতে ফ্লোরাল প্রিন্টের ক্যাজুয়াল পোশাকে দেখা যায় স্বস্তিকাকে৷ এই পোশাক নিয়েই অপ্রীতিকর মন্তব্য শুনতে হয় কর্ণের রাধিকাকে৷ যেখানে স্পষ্ট বেরিয়ে আসে তাঁর স্তন৷ যা দেখে কেউ কেউ লেখেন, ‘আজ তোমায় ভালো লাগছে না৷’ কেউ আবার লেখেন, ‘চুল দিয়ে সামনেটা ঢেকে রাখো৷’ যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − one =