সাদা পোশাকের নীচে স্পষ্ট রঙিন ব্রা, উষ্ণতা ছড়িয়ে বিতর্কে দাউদের গার্লফ্রেন্ড

সাদা পোশাকের নীচে স্পষ্ট রঙিন ব্রা, উষ্ণতা ছড়িয়ে বিতর্কে দাউদের গার্লফ্রেন্ড

দুবাই: ১৪ অগাস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস৷ ওই দিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী তথা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বান্ধবী মেহভীশ হায়াত৷ তিনি লেখেন, শুধু জাতীয় পতাকা উত্তোলনই যথেষ্ট নয়। যদি নাগরিকরা তাঁদের স্বপ্নের পাকিস্তানকে বাস্তবে পরিণত করতে চায়, তাহলে তাদের অবশ্যই তাদের পূর্বপুরুষদের আদর্শ অনুসরণ করতে হবে। এই বার্তার সঙ্গে একটি ছবিও পোস্ট করেন মেহভীশ। এই ছবি নিয়েই ট্রোলের শিকার তিনি৷ 

আরও পড়ুন- আফগানিস্তান বুঝিয়ে দিল CAA কতটা জরুরি, ফের বিতর্কে কঙ্গনা

মেহভীশ

বিতর্ক শুরু হয়েছে তাঁর ব্রায়ের রং নিয়ে৷  অনেকে আবার কটূক্তিও করেছেন। প্রসঙ্গত, ওই ছবিতে সাদা পোশাকে পাকিস্তানের পতাকা হাতে দেখা যায় মেহভীশকে৷ কিন্তু সাদা পোশাকের নীচে ব্রা-এর রং ছিল ভিন্ন৷ ফলে তা সুস্পষ্ট ভাবে ফুটে ওঠে৷ তবে এই বিতর্কে বেজায় ক্ষুব্ধ পাক অভিনেত্রী৷ অন্তর্বাস বিতর্কে জড়িয়ে মেহভীশ লেখেন, ‘‘কিছু লোকের মন্তব্য দেখে আমি হতাশ। তাঁরা আমার ব্রা’য়ের রঙ নিয়ে তর্ক করছে। কালো হোক, ধূসর হোক বা সবুজ। আপনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ঈশ্বরের দোহাই এটা করবেন না।’’

meh

পরে আরও একটি ইনস্টা পোস্ট করেন অভিনেত্রী৷ সেখানে তিনি লেখেন, ‘‘আরও অনেক বড় বড় সমস্যা রয়েছে৷ যা নিয়ে বিতর্ক হওয়া উচিত। এই শক্তি একটি ভাল জায়গায় দেখানো উচিত৷’’ 

মেহভীশ

প্রসঙ্গত, মেহভীশ হায়াত পাকিস্তানের চলচ্চিত্র ও টেলি পর্দার অভিনেত্রী৷ ‘অ্যাক্টর ইন ল’, ‘পাঞ্জাব নাহি জৌঙ্গী’, ‘লোড ওয়েডিং’ এবং ‘ছলাওয়া’র মতো ছবিতে তাঁকে দেখা গিয়েছে৷ সূত্রের খবর, মেহভীশ কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের বান্ধবী৷ জানা যায়, দাউদের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই তামঘা-ই-ইমতিয়াজ দেওয়া হয়েছিল মেহভীশকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − twelve =