একটা বিচার পেতে বাংলার মানুষের সঙ্গে অবিচার করতে পারব না: পুজো নিয়ে দেব

কলকাতা: খুব শীঘ্রই সিনে পর্দায় আসছে দেব অভিনীত ছবি ‘টেক্কা’৷ ইতিমধ্যেই প্রকাশ্যে ছবির প্রথম ঝলক৷ ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্রের লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে৷…

Deb new movie Tekka

কলকাতা: খুব শীঘ্রই সিনে পর্দায় আসছে দেব অভিনীত ছবি ‘টেক্কা’৷ ইতিমধ্যেই প্রকাশ্যে ছবির প্রথম ঝলক৷ ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্রের লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে৷ তবে সিনেমা নিয়ে আলোচনার পাশাপাশি এদিন দেবের মুখে উঠে এল আরজি করের প্রসঙ্গও৷ ঘাটালের তৃণমূল সাংসদ বলেন, “আমরা কেউই চাই না, আমাদের রাজ্যে বা দেশে আরজি করের মতো ঘটনার পুনরাবৃত্তি হোক। প্রত্যেক মহিলা যেন স্বাধীন ভাবে নিজের মনের মতো করে বাঁচতে পারেন।” (Deb new movie Tekka)

 

বক্স অফিসে প্রভাব পড়বে?

এদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে অনেকেই উৎসব থেকে মুখ ফিরিয়েছেন। এর প্রভাব কি ছবির বক্স অফিসে দেখা যাবে? অভিনেতা তথা প্রযোজক দেবের কথায়, “মানুষকে একত্রিত করে রাখার জন্যই উৎসব৷ মানুষের মনে প্রতিবাদ থাকলে, উৎসবের মধ্যে দিয়ে তা পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। উৎসব মানে এই নয় যে, কাউকে প্রতিবাদ করা থেকে আটকানো হচ্ছে। কিন্তু, আমাদের কাজও করতে হবে।’’ দেব আরও বলেন, ‘‘সকলে রোজ চাকরিতে যাচ্ছেন। কত মানুষের রুজিরুটি জড়িয়ে রয়েছে। আমাদের কাছে পাঁচ দিনের খরচ মনে হলেও কিছু মানুষের গোটা সংসারটাই চলে এই পাঁচ দিনের রোজগারে। আমরা সরকার-বিরোধী হতেই পারি। কিন্তু মানুষের বিরোধী হতে পারব না। সরকার আজ আছে, কাল অন্য কেউ আসবে। কিন্তু মানুষের বিরুদ্ধে  যেতে পারব না। একটা বিচার পাওয়ার জন্য বাংলার বাকি মানুষের সঙ্গে অবিচার  করতে পারব না।”

আরও পড়ুন-

সারা’র পরনে পুরনো শাড়ি দিয়ে তৈরি লেহঙ্গা!

Deb’s new movie ‘Tekka’ is set to hit the screens soon. The first look featuring Swastika Mukherjee and Rukmini Maitra has already created a buzz. Alongside movie discussions, Deb addresses the RG Kar incident and ongoing Durga Puja controversies. Will it affect the box office?