বাবার জন্মদিনে দীপিকার সারপ্রাইজ! কী তোফা দিলেন নায়িকা?

বেঙ্গালুরু: স্টারদের লাইফস্টাইল যেমন চমকপ্রদ, তেমনই অনুপ্রেরণামূলক। তার বড় উদাহরণ হয়ে রইলেন দীপিকা পাদুকোন। বাবার ৭০তম জন্মদিনে অভিনব উপহার দিলেন এই অভিনেত্রী৷ ঘোষণা করলেন ‘Padukone…

deepika padukone badminton school

বেঙ্গালুরু: স্টারদের লাইফস্টাইল যেমন চমকপ্রদ, তেমনই অনুপ্রেরণামূলক। তার বড় উদাহরণ হয়ে রইলেন দীপিকা পাদুকোন। বাবার ৭০তম জন্মদিনে অভিনব উপহার দিলেন এই অভিনেত্রী৷ ঘোষণা করলেন ‘Padukone School of Badminton’ (PSB)।

বলিউডের অন্যতম ফিটনেস আইকন দীপিকা ইনস্টাগ্রামে বাবাকে উদ্দেশ করে আবেগভরা বার্তায় লিখেছেন, “যাঁরা আমার বাবাকে চেনেন, জানেন ওঁর জীবন বলতে ব্যাডমিন্টন। এখনো দিনরাত সেই খেলাকেই ঘিরে! আমরা চাই ওঁর এই প্যাশন যেন দেশের প্রতিটি কোণে পৌঁছায়। ব্যাডমিন্টন হোক সবার জন্য!”

দীপিকার লক্ষ্য: খেলা হোক জীবনের অভ্যাস

শুধু বড় শহর নয়, মফস্বলেও পৌঁছতে চাইছে PSB। প্রথম বছরেই ১৮টি শহরে ৭৫টিরও বেশি সেন্টার চালু হয়েছে। যার মধ্যে রয়েছে, বেঙ্গালুরু, এনসিআর, মুম্বই, চেন্নাই, জয়পুর, পুনে, নাসিক, মাইসুরু, পানিপথ, দেরাদুন, উদয়পুর, কোয়েম্বাটুর, সাংলি এবং সুরত। লক্ষ্য, ২০২৭ সালের মধ্যে সেন্টার সংখ্যা ২৫০ ছুঁতে।

PSB-র মডেলটা একদম স্পষ্ট-উচ্চমানের কোচিং, সহজলভ্য ফি, এবং প্যাশন-ড্রিভেন ট্রেনিং। ১০০–র বেশি কোচকে ইতিমধ্যে ট্রেনিং দেওয়া হয়েছে এক স্পেশাল সার্টিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে।

দীপিকা নিজে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তায় লেখেন, “ব্যাডমিন্টন খেলতে খেলতেই বড় হয়েছি। এই খেলাটি কেবল শারীরিক নয়, মানসিক ও আবেগগত দিক থেকেও জীবনকে গড়ে তোলে। ‘PSB’-এর মাধ্যমে আমরা চাই এই খেলার আনন্দ ও শৃঙ্খলা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে।”

প্রকাশ পাড়ুকোন: শুধু কিংবদন্তি নন, এখন PSB-র গাইড deepika padukone badminton school

প্রাক্তন ওয়ার্ল্ড নম্বর ১, অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন প্রকাশ পাদুকোন নিজেই এখন এই স্কুলের মেন্টর ও অ্যাডভাইজার। তিনি জানিয়েছেন, “খেলাধুলা শুধু পদক বা প্রতিযোগিতার জন্য নয়, বরং মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা আর জীবনের প্রস্তুতি শেখায়। আমরা চাই খেলাকে জনপ্রিয় করে তুলতে, নিচু স্তর থেকে প্রতিভা তুলে আনতে।”

দীপিকার এই ইনিশিয়েটিভ কেবল একেকটা কোচিং সেন্টার নয়, বরং একরাশ আশার আলো-যেখানে খেলা আর পরিবার মিলে তৈরি করছে এক নতুন ভারতীয় গল্প।

Entertainment: Deepika Padukone unveils the ‘Padukone School of Badminton’ (PSB) on father Prakash Padukone’s 70th birthday, aiming to make badminton accessible nationwide. With 75+ centers launched in 18 cities and plans for 250 by 2027, PSB focuses on quality coaching, affordability, and fostering a passion for sports from the grassroots.