ফিল্মের সেটে হঠাৎ অসুস্থ দীপিকা, ভর্তি করা হল হাসপাতালে

ফিল্মের সেটে হঠাৎ অসুস্থ দীপিকা, ভর্তি করা হল হাসপাতালে

6c22b6b42489b023bb732559ada80c81

মুম্বই: শুটিং ফ্লোরে হঠাৎ অসুস্থ অভিনেত্রী দীপিকা পাদুকোন৷ তাঁকে হায়দরাবাদের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়৷ সেখানে ভর্তি করিয়ে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা করেন৷

 

আরও পড়ুন- আগুন রঙা সুইমস্যুটে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়ালেন লাস্যময়ী অনুষ্কা, দেখুন ছবি

মঙ্গলবার বৈজয়ন্তী ফিল্মসের প্রযোজনায় কল্পবিজ্ঞানমূলক দক্ষিণী ছবি ‘প্রজেক্ট কে’-র শ্যুটিং চলছিল। ওই ছবির সেটে থাকাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী৷ জানান, তাঁর মাথা ঘুরছে, ঠিক মতো শ্বাস নিতে পারছেন না। এর পরেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ 

জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই নাকি মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন দীপিকা। মাঝেমধ্যেই রক্তচাপ জনিত সমস্যা দেখা দিচ্ছে তাঁর৷  হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর অভিনেত্রী সুস্থ বোধ করায় তাঁকে  হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও উদ্বেগ তৈরি হয়েছে রণবীর ঘরনির। শেষ পাওয়া খবর অনুযায়ী, সুস্থ হয়ে সেটে ফিরে এসেছেন অভিনেত্রী। ওই ছবির অন্যান্য সদস্যদের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি আসেনি৷ 

নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ ছবির শ্যুটিংয়ের কাজ চলছে হায়দরাবাদে৷ সেই সূত্রে গত কয়েক মাস ধরে নাজামের শহরেই আছেন দীপিকা। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা প্রভাস। পাশাপাশি অমিতাভ বচ্চন এবং দিশা পটানিকেও দেখা যাবে এই ছবিতে।