ড্রাগ মামলায় উঠে এল দীপিকা পাড়ুকোনের নাম, ফাঁস বিস্ফোরক চ্যাট

মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় তদন্ত শুরু করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি)। তাঁর মৃত্যুর সঙ্গে জড়িত ড্রাগ সংক্রান্ত একাধিক তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই এনসিবি গ্রেপ্তার করেছে রিয়া চক্রবর্তীকে। তাঁর জবানবন্দিতে উঠে এসেছে ২৫ সেলেব্রিটির নাম। এই মামলায় অভিনেত্রী সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে সমন পাঠানো হবে বলেও খবর। এবার মামলায় উঠল বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের নাম।

মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় তদন্ত শুরু করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি)। তাঁর মৃত্যুর সঙ্গে জড়িত ড্রাগ সংক্রান্ত একাধিক তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই এনসিবি গ্রেপ্তার করেছে রিয়া চক্রবর্তীকে। তাঁর জবানবন্দিতে উঠে এসেছে ২৫ সেলেব্রিটির নাম। এই মামলায় অভিনেত্রী সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে সমন পাঠানো হবে বলেও খবর। এবার মামলায় উঠল বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের নাম।

সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে। চ্যাটে অভিনেত্রী কোনও এক নির্দিষ্ট ব্যক্তি ‘কে’-র থেকে ‘মাল ও হ্যাশ’ চাইছেন বলে অভিযোগ করা হয়েছে। চ্যাটে দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশের নামও উঠে এসেছে এবং জানা গিয়েছে যে তাঁকে এনসিবির কাছে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। একটি সংবাদমাধ্যমে দীপিকা এবং কারিশমার মধ্যে চ্যাটের বিবরণ প্রকাশ পেয়েছে। দু’জনের মধ্যে মাদকের সঙ্গে সম্পর্কিত কথোপকথনটি ২৮ অক্টোবর, ২০১৭ সালের। সেখানে লেখা রয়েছে,

‘ডি’ লিখেছেন: কে… মাল আছে?

‘কে’ লিখেছেন: আমার বাড়িতে আছে তবে। আমি বান্দ্রায় আছি …

কে লিখেছেন: আপনি চাইলে আমি অমিতকে জিজ্ঞাসা করতে পারি

দীপিকা লিখেছেন: হ্যাঁ !! প্লিজ

কে লিখেছেন: অমিত আছে। সে ওটা নিয়ে যাচ্ছে

দীপিকা লিখেছেন: হাশ না?

দীপিকা লিখেছেন: উইড নয়

কে লিখেছেন: আপনি কোকোয় কখন আসছেন?

দীপিকা লিখেছেন: 1130 / 12ish

দীপিকা লিখেছেন: শল কতক্ষণ আছে?

কে লিখেছেন: আমার মনে হয় সে ১১:৩০ বলেছিল কারণ ১২টায় অন্য জায়গায় তার দরকার আছে

এই কথোপকথনের ‘ডি’ এবং ‘কে’ হলেন যথাক্রমে দীপিকা এবং কারিশমা। কোকো একটি রেস্তোঁরার নাম যা মুম্বাইয়ের কমলা মিলস এলাকায় অবস্থিত।

উল্লেখ্য, এনসিবি ইতিমধ্যে সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িত একটি ড্রাগ মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। তিনি এবং সুশান্ত একটি সম্পর্কে ছিলেন। তার ভাই সৌভিক ও সুশান্তের ঘনিষ্ঠ দুইজনকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা শীঘ্রই ওষুধের মামলায় অভিনেত্রী সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে তলব করবে, সূত্র সোমবার জানিয়েছে। রিয়া চক্রবর্তী এনসিবির আগে কিছু বলিউড সেলিব্রিটির নাম নিয়েছিল বলে অভিযোগ করেছে যে তারা পার্টিতে মাদকদ্রব্য গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − six =