মাদক মামলায় আরও বিপাকে ‘অ্যাডমিন’ দীপিকা, জেরায় নয়া তথ্য ফাঁস করিশ্মার

মাদক মামলায় আরও বিপাকে ‘অ্যাডমিন’ দীপিকা, জেরায় নয়া তথ্য ফাঁস করিশ্মার

মুম্বই:  সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের জট খুলতে গিয়ে জল গড়িয়েছে বহু দূর৷ মাদক যোগে গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী৷ এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে ডাক পড়েছে দীপিকা পাডুকোনের৷ এরই মধ্যে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য৷ যে হোয়াটসঅ্যাপ গ্রুপের ড্রাগ চ্যাটের সূত্র ধরে বলিউডের এই অভিনেত্রীকে সমন পাঠানো হয়েছে, তার অ্যাডমিন নাকি ছিলেন দীপিকাই। এনসিবি’র জেরায় এ কথা স্বীকার করে নিয়েছেন দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ৷ প্রসঙ্গত, দীপিকার ম্যানেজার হওয়ার পাশাপাশি KWAN ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মীও ছিলেন তিনি৷ 

আরও পড়ুন- সবাইকে নেশারু বলবেন না, মাদক পরীক্ষার রিপোর্ট দেখিয়ে আর্জি টিয়ার

 

জেরার মুখে করিশ্মা এনসিবি আফিসারদের বলেন, মাদক সংক্রান্ত ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা নিজে৷ ওই গ্রুপে তিন জন সদস্য ছিলেন৷ জয়া সাহা, কৃষ্ণা প্রকাশ আর দীপিকা পাডুকোন৷ ওই গ্রুপে মাদক সংক্রান্ত চ্যাটগুলি ছিল ২০১৭ সালের৷ এর রেশ ধরেই শনিবার দীর্ঘ জেরার মুখোমুখি হতে হবে দীপিকাকে৷ জেরার সময় তাঁর সঙ্গে থাকার আবেদন জানিয়েছেন তাঁর  স্বামী রণবীর সিং৷ এই পরিস্থিতির মধ্যে নাকি বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে দীপিকার৷ যদিও রণবীরের আবেদনে সিলমোহর দেয়নি এনসিবি৷ এদিকে দীপিকার জন্য ১২ সদস্যের লিগাল টিমের সঙ্গেও আলোচনা চালাচ্ছেন রণবীর৷  

 

এদিন  এনসিবি-র দফতরে হাজিরা দেন রাকুল প্রীত সিং ও দীপিকার ম্যানেজার করিশ্মা। জেরায় রাকুল স্বীকার করেন, ২০১৮ সালে রিয়ার সঙ্গে মাদক নিয়ে তাঁর কথাবার্তা হয়েছিল৷ এই আলোচনা হয়েছিল রকুলের বাড়িতে বসেই৷ তবে তিনি নিজে মাদক নিতেন না বলেই তাঁর দাবি৷  

আরও পড়ুন- জীবনযুদ্ধে হার, করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত এসপি বালাসুভ্রমণিয়ম

 

এদিকে, ২০১৭ সালে করিশ্মার সঙ্গে দীপিকার যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে, সেখানে দীপিকাকে ‘হাশ’ (মাদক) চাইতে দেখা গিয়েছে৷ এর উত্তরে করিশ্মা জানান, সেটি তাঁর বাড়িতে আছে৷ তবে তিনি এই মুহূর্তে বান্দ্রায় রয়েছেন৷ দীপিকা চাইলে অমিতকে তা এনে দিতে বলতে পারেন৷ তাতে সম্মতি জানান দীপিকা৷ এর পরেই প্রকাশ্যে আসে KWAN ট্যালেন্টের আরও এক কর্মী জয়া সাহার হোয়াটসঅ্যাপ চ্যাট৷ জয়া আবার শ্রদ্ধা কাপুর, মধু মান্তেনা সহ আরও কয়েকজনকে সিবিডি ওয়েল এনে দিতেন বলে অভিযোগ৷ মাদক যোগে খুব শীঘ্রই আরও কিছু তারকার নাম উঠে আসবে বলে জানিয়েছে এনসিবি৷ আগামীকাল দীপিকার পাশাপাশি শ্রদ্ধা আর সারাকেও জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 6 =