দেবের হিরোইন এবার বাংলাদেশি নায়িকা! কে তিনি?

কলকাতা: অপু বিশ্বাস, বুবলি, নুসরত নাকি মিম? কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা দেব? দেব, অভিজিৎ, অতনুর নতুন ছবির নাম ‘প্রতীক্ষা’। আর সেই ছবিতে দেবের…

WhatsApp Image 2024 08 03 at 8.47.15 PM

কলকাতা: অপু বিশ্বাস, বুবলি, নুসরত নাকি মিম? কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা দেব? দেব, অভিজিৎ, অতনুর নতুন ছবির নাম ‘প্রতীক্ষা’। আর সেই ছবিতে দেবের পরিবর্তে একেবারে নতুন কোনও মুখকেই চাইছিলেন অভিজিত৷ আর নতুন এই মুখটি হল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন৷ সেক্ষেত্রে সংবাদমাধ্যমটিকে পরিচালক অভিজিৎ বলেন, ‘তাসনিয়াকে অতনু রায়চৌধুরীই নির্বাচন করেছেন। তাঁর অভিনয় আমারও খুব ভালো লাগে। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।’

‘প্রতীক্ষা’র কাহিনি এখনই খোলসা করতে চাননি নির্মাতারা। দেব-অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরীকে বর্তমান সময়ে টালিউডের সফলতম ত্রয়ী বলা যায়, তাঁদের হিটের হ্যাটট্রিক হয়েছে। এবার চতুর্থ সিনেমা তৈরির পথে তাঁরা। জানা গিয়েছে ‘প্রতীক্ষা’র শুটিং শুরু হবে নভেম্বর মাসে। এর বেশিরভাগ শুটিংই হবে লন্ডনে। এবার দেখার দেবের বিপরীতে কেমন মানায় তাসনিয়া ফারিনকে৷