ওয়েট লিফটিংয়ের ভিডিওয় উষ্ণতা ছড়াচ্ছেন দিশা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় অভিনেত্রী দিশা পাটানি। তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে ৪০ মিলিয়ন ফলোয়ার্সে পৌঁছেছেন। এই সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়। এই ৪০ মিলিয়ন ফলোয়ার্সের খবর অনুরাগীদের দিতে ও উদযাপন করতে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওয় ফ্যানেজের ধন্যবাদও দিয়েছেন দিশা।
 

 

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় অভিনেত্রী দিশা পাটানি। তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে ৪০ মিলিয়ন ফলোয়ার্সে পৌঁছেছেন। এই সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়। এই ৪০ মিলিয়ন ফলোয়ার্সের খবর অনুরাগীদের দিতে ও উদযাপন করতে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওয় ফ্যানেজের ধন্যবাদও দিয়েছেন দিশা।

দিশা পাটানিকে ভিডিওতে ৬০ কেজির ওজন তুলতে দেখা গিয়েছে। তাও একবার নয়। পরপর ১০ বার। দিশার এই ভিডিওয় মোহিত ভক্তরা। অভিনেত্রী এর ক্যাপশনে বলেছেন, “৪০ মিলিয়ন আমাকে ১০ বার ৬০ কেজি ওজন তোলার মতো আনন্দ দিস। আমার সমস্ত ফ্যানেদের সমর্থন এবং ভালবাসার জন্য ধন্যবাদ। আমি আপনাকে সবাইকে ছাড়া কিছুই না।”

40 million got me like🌸 60kg 10 reps 🌸 thank you my lovely fc’s for all the support and love, i’m nothing without you all❤️🧏🏼‍♀️

A post shared by disha patani (paatni) (@dishapatani) on Sep 23, 2020 at 5:29am PDT

অভিনেত্রী একজন সক্রিয় ও উৎসাহী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং ফিটনেস ফ্রিক। সুতরাং, তিনি বেশিরভাগ সময় ওয়ার্ক-আউট ভিডিওগুলি পোস্ট করেন। তবে এটি এখন পর্যন্ত ইনস্টাগ্রামে ৩৫ লক্ষ ৯ হাজার ১৯০ এর বেশি ভিউ নিয়ে ইন্টারনেটে প্লাবন তুলেছে। মজার বিষয় হল, কয়েক দিন আগে গুজব ছড়িয়ে পড়ে প্রেমিক এবং ঘনিষ্ঠ বন্ধু টাইগার শ্রফ একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি পুরোপুরি ২২০ কিলো ওজন তুলেছেন।
ফিটনেস উৎসাহী এবং এক্সপার্টরা একসঙ্গে ‘বাঘি ২’র জুটিতে ফের বড় পর্দায় দেখতে আগ্রহী। কাজের ক্ষেত্রে দিশা পাটানিকে সর্বশেষ ‘মালঙ্গ’ ছবিতে দেখা গিয়েছিল। এটির পরিচালক ছিলেন মোহিত সুরি। ছবিটি বক্স অফিসে তেমন ভাল ফল করতে পারেনি। দিশাকে পরবর্তীতে সলমন খান অভিনীত ‘রাধে: আপনার মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন প্রভু দেবা। টাইগার শ্রফ ইতিমধ্যেই তাঁর প্রথম সিঙ্গল ট্র্যাক ‘আনবিলিভেবল’ প্রকাশ করেছেন।

সম্প্রতি দিশা পাটানি ও আদিত্য ঠাকরের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলের পাশে বসে রয়েছেন তিনি। গত বছর জুন মাসের কোনও একদিন তাঁরা রেস্তোরাঁয় খেতে গেছিলেন। তখনই ছবিটি তোলা। তখন এমন খবরও শোনা গিয়েছিল, দিশার সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে আদিত্য ঠাকরের। তাঁরা নাকি ডেট করছেন। যদিও সেই গুজব কিছুদিনই চলেছিল। কারণ তারপর থেকে আর তাঁদের একসঙ্গে দেখা যায়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =