‘স্তন দেখা যাচ্ছে’, সপাটে ট্রোলের জবাব দিলেন দিব্যা

‘স্তন দেখা যাচ্ছে’, সপাটে ট্রোলের জবাব দিলেন দিব্যা

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ফের ট্রোলিং-এর বিরুদ্ধে মুখ খুললেন টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ দিব্যা আগরওয়াল। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিওতে কুরুচিকর মন্তব্যের শিকার হন দিব্যা। প্রতিবারের মতো এবারও তিনি সেই মন্তব্যের যথাযথ উত্তর দিলেন। নিজের স্টোরিতে দিব্যা ট্রোলারদের খুঁজে বের করার জন্য বার্তা দিয়েছেন।

টেলিভিশন রিয়েলিটি শো-এর পরিচিত মুখ দিব্যা তার সাম্প্রতিকতম রিল ভিডিওতে অপ্রীতিকর মন্তব্যের শিকার হন। সেই মন্তব্যের উত্তর দিতে গিয়ে নিজের স্টোরিতে তিনি লিখেছেন, “আমার শেষ রিল ভিডিওতে কেউ কেউ অপ্রীতিকর মন্তব্য করেছেন। তারা বিষয়গুলিকে নির্দিষ্টভাবে দেখেছেন। কিন্তু আমি যখন ভিডিওটি শুট করি এবং আপলোড করি তখন আমার কিছুই মনে হয়নি। আপনারা কি মনে করেন যে শুধুমাত্র ভিডিওতে আমার স্তন দেখা যাচ্ছে বলে ভিডিওটি আমার সরিয়ে ফেলা উচিত? বিশ্বাস করুন, তাহলে আপনারা ভুল ভাবছেন। বরং আপনাদের আশেপাশে থাকা মেয়েদের নিয়ে আমি বেশি চিন্তিত।”

পরের স্টোরিতে দিব্যা আরও লিখেছেন, “শব্দটিকে সেন্সর করা হয়েছে যাতে এই নিয়ে কোনও প্রতিবেদন না হয়। আমি কোনোরকম ভাবে ক্ষতিগ্রস্থ হতে চাই না। এইসব বর্বররা যখনই নোংরা কোনও কথা বলবে, আমি চাই মেয়েরা তাদের উচিত শিক্ষা দিক।” এর আগেও বহুবার ট্রোলিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন দিব্যা আগরওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 12 =