ডিজিটাল দুনিয়ায় উত্তাপ বাড়িয়ে বাজারে এল রিচা চাড্ডা’র ‘ক্যাবারে’, দেখুন ভিডিও

পূজা ভাট প্রযোজিত ও রিচা চাড্ডা অভিনীত ক্যাবারে মনে আছে? যার মুক্তি পিছিয়ে গিয়েছিল। এ বার সেই সিনেমা মুক্তি পেতে চলেছে ডিজিটাল প্ল্যাটফর্মে৷ সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পূজা ভাট বলেন, ‘‘তখন ক্যাবারের মুক্তি নিয়ে গোটা বিশ্ব ষড়যন্ত্র করেছিল৷ সত্যি বলতে স্যাটেলাইট আর ডিজিটাল স্পেসেই ক্যাবারের দর্শক রয়েছে৷ যাঁরা প্রথম দিনে হলে ছুটতে পছন্দ করেন না৷ বরং

ডিজিটাল দুনিয়ায় উত্তাপ বাড়িয়ে বাজারে এল রিচা চাড্ডা’র ‘ক্যাবারে’, দেখুন ভিডিও

পূজা ভাট প্রযোজিত ও রিচা চাড্ডা অভিনীত ক্যাবারে মনে আছে? যার মুক্তি পিছিয়ে গিয়েছিল। এ বার সেই সিনেমা মুক্তি পেতে চলেছে ডিজিটাল প্ল্যাটফর্মে৷ সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পূজা ভাট বলেন, ‘‘তখন ক্যাবারের মুক্তি নিয়ে গোটা বিশ্ব ষড়যন্ত্র করেছিল৷ সত্যি বলতে স্যাটেলাইট আর ডিজিটাল স্পেসেই ক্যাবারের দর্শক রয়েছে৷ যাঁরা প্রথম দিনে হলে ছুটতে পছন্দ করেন না৷ বরং বাড়িতে বসে পছন্দের গল্প দেখতে ভালোবাসেন৷’

‘ক্যাবারে’ দেখা যাবে জি-এর ডিজিটাল প্ল্যাটফর্মে ৯ জানুয়ারি থেকে৷ সম্প্রতি পূজার বাবা মহেশ ভাট চ্যানেলের সঙ্গে জোট বেঁধেছেন ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ে’র জন্য৷ ‘‘দেরিতে হলেও আমি খুশি৷ এটা একদম ঠিকঠাক প্ল্যাটফর্ম৷ ট্রেলার দেখে মানুষ যে ভালোবাসা জানিয়েছে তাতেই এর ভবিষ্যৎ বোঝা যাচ্ছে৷” – বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *