মুন্নি এবার সিলেবাসে! সঙ্গে রয়েছেন অনুষ্কা, এআর রেহমান, কিশোরী আমনকার

মুন্নি এবার সিলেবাসে! সঙ্গে রয়েছেন অনুষ্কা, এআর রেহমান, কিশোরী আমনকার

 
ইংল্যান্ড:  এ বার ব্রিটেনে পড়ানো হবে মুন্নি বদনাম হুয়ি! অবাক হওয়ার মতো খবর হলেও এটি সত্যি। ইংল্যান্ডে ডিপার্টমেন্ট অফ এডুকেশনের নতুন সঙ্গীত পাঠ্যক্রমের গাইডেন্সে এবার যুক্ত হল বলিউডের জনপ্রিয় আইটেম সং ‘মুন্নি বদনাম হুয়ি’। সংশ্লিষ্ট দেশের শিক্ষামন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।

২০১০ সালে সলমন খান অভিনীত ‘দাবাং’ সিনেমার এই আইটেম সঙে তাঁর সেসময় ভাতৃবধূ মালাইকা অরোরা ঝড় তুলেছিলেন আট থেকে আশির মনে। এই গানের জনপ্রিয়তা আজও বিন্দুমাত্র কমেনি। আর আন্তর্জাতিক মহলে বলিউডি গান বোঝাতে ‘মুন্নি বদনাম হুয়ি’ আইটেম সং-কে বেছে নেওয়ার খবর প্রকাশ্যে আসতেই বেজায় উচ্ছ্বসিত বলিউডের ‘মুন্নি’  মালাইকা অরোরা।  ইংল্যান্ড শিক্ষামন্ত্রকের এহেন পদক্ষেপ নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে এক মাইলফলকও বলা যেতে পারে।

ভারতীয় সঙ্গীত সম্পর্কে যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারেন, সেই জন্যই ‘মুন্নি বদনাম হুয়ি’-সহ আরও বেশ কয়েকটি গানকে বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ড ডিপার্টমেন্ট ফর এডুকেশনের তরফে। সেই তালিকায় রয়েছে এ আর রহমানের ‘জয় হো’-সহ কিশোরী আমোনকারের ‘সহেলা রে’ এবং অনুষ্কা শঙ্করের ‘ইন্ডিয়ান সামার’-ও। পিটিআই সূত্রে খবর, যুক্তরাজ্য জুড়ে ১৫ জন বিশেষজ্ঞের একটি প্যানেল এই সিলেবাস তৈরি করেছেন। আধুনিক ব্রিটিশ সমাজের উচিত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সঙ্গীতের ধরন বুঝে নেওয়া। বিশ শতকে কিশোরী আমনকার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম প্রধান কণ্ঠশিল্পী ছিলেন। সঙ্গীত সম্পর্কে তাঁর বক্তব্যটি ছিল আধ্যাত্মিক ভাবে পরিপূর্ণ।

তিনি বলেছিলেন, “আমার কাছে এটি আধ্যাত্মিকতার সঙ্গে কথোপকথন, যা বিশ্ব জগতের সঙ্গে যোগসূত্র স্থাপনে সাহায্য করে।” রবি শঙ্কর এবং অনুষ্কা শঙ্করের যন্ত্রসঙ্গীতও একই রকম গুরুত্বপূর্ণ বলে এই স্কুলের নির্দেশিকায় উল্লেখ করা আছে। তবে ‘মুন্নি বদনাম হুয়ি’ গানের অন্তর্ভুক্তিকরণ সম্পর্কে অবহিত করার সময়ে নির্দেশিকায় বলা হয়েছে, ‘বলিউডের ছবিতে আইটেম গানের গুরুত্ব রয়েছে’৷ নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, এই গান তার সঙ্গীতের দ্রুত লয়, মন ভোলানো দৃশ্যপট এবং লাস্যময়ী নাচের জন্য দর্শকদের মনে গেঁথে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − twelve =