‘ফেলুদা ফেরত’-এর মুক্তি নিয়ে ঠান্ডা লড়াই! চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আড্ডা টাইমস?

কলকাতা: পুজোর আগেই মুক্তি পাওয়ার কথা ছিল 'ফেলুদা ফেরত'-এর। কিন্তু এখন মনে হচ্ছে সে গুড়ে বালি। মনে হচ্ছে পুজোর আগে মুক্তি নাও পেতে পারে ফেলুদা। আড্ডা টাইমের সঙ্গে সুরিন্দর ফিল্মসের সমস্যার কারণেই নাকি 'ফেলুদা ফেরত' নিয়ে সমস্যা দেখা দিয়েছে।  

 

কলকাতা: পুজোর আগেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘ফেলুদা ফেরত’-এর। কিন্তু এখন মনে হচ্ছে সে গুড়ে বালি। মনে হচ্ছে পুজোর আগে মুক্তি নাও পেতে পারে ফেলুদা। আড্ডা টাইমের সঙ্গে সুরিন্দর ফিল্মসের সমস্যার কারণেই নাকি ‘ফেলুদা ফেরত’ নিয়ে সমস্যা দেখা দিয়েছে।  

সেপ্টেম্বরের শেষে আড্ডা টাইমসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ওয়েব প্ল্যাটফর্ম মত বদল করে। প্রযুক্তিগত কারণে অ্যাপটি নতুন করে সাজানো হবে। তাই সেপ্টেম্বরের শেষে মুক্তি পেল না ‘ফেলুদা ফেরত’। কবে পাবে, তাও জানা নেই। আড্ডা টাইমেসর তরফে জানানো হয়েছে মুক্তির দিন জানানো হবে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু শেষ মুহূর্তে অ্যাপ সংস্কার কেন? সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যাতে দর্শকদের দেখার ক্ষেত্রে কোনও সমস্যার সৃষ্টি না হয়, তাই এই সিদ্ধান্ত। সৃজিত  তাঁর সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে বলেছেন, সেপ্চেম্বরেরই ট্রেলার সহ ১২টি এপিসোড মুক্তির জন্য তৈরি ছিল। কিন্তু আড্ডা টাইমস অ্যাপ সাজানোর জন্য তা পিছিয়ে গিয়েছে। এবার যদি কারওর ফেলুদা নিয়ে কোনও প্রশ্ন থাকে তা যেন আড্ডা টাইমসেই জিজ্ঞাসা করে নেওয়া হয়। এমনকী প্রিন্স আনোয়ার শাহ রোডে আড্ডা টাইমসের অফিসে যাওয়ার পরামর্শও দিয়েছেন সৃজিত।

ফেলুদা তথা প্রদোষ মিত্র্রের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। এছাড়া তপেশরঞ্জন চৌধুরী বা তোপসের চরিত্রে দেখা যাবে কল্পন মিত্রকে। লালমোহন গঙ্গোপাধ্যায় বা জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে। সিরিজটি প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। ফেলুদার দুটি গল্প ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ নিয়ে তৈরি হয়েছে ‘ফেলুদা ফেরত’। সত্যজিৎ রায়ের গল্প অনুসারে ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর প্লট হাজারিবাগে। আর পরেরটা যো কাঠমান্ডুতে, তা নামেই বোঝা যায়।

এর আগে ‘টিনটোরেটোর যিশু’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেখানে রাজশেখরের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে ফেলুদা হিসেবে নজর কেড়েছেন টোটা। প্যান্ট, শার্ট, ওভারকোর্ট আর গলায় মাফলার জড়িয়ে বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দার চরিত্রে অভিনেতাকে মানিয়েছে ভাল। আর জটায়ুর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তীও অসাধারণ। ফেলুদার গল্পগুলিতে সত্যজিৎ রায় সবসময়ই প্রাধান্য দিয়েছেন জটায়ুকে। তাই ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’-এর পর সন্তোষ দত্ত যখন প্রয়াত হলেন আর ফেলুদা বানাননি সত্যজিৎ রায়। তাই লালমোহন গাঙ্গুলির চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইতিমধ্যেই ‘একেনবাবু’ ওয়েব সিরিজে এবং একাধিক বাংলা ছবিতে অনির্বাণ চক্রবর্তী তাঁর অভিনয় প্রতিভার পরিচয় রেখেছেন। তাই জটায়ু চরিত্রে তিনি কেমন ছাপ ফেলতে পারবেন, তার দিকে তাকিয়ে দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =