নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে টপকে গেলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ইনস্টাগ্রামে মোস্ট ফলোয়ড ইন্ডিয়ানের তালিকায় তিন নম্বরে পৌঁছে গিয়েছেন বলিউডের অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত একটি সিনেমা। যে হরর-কমেডি ছবি বেশ ভালো ব্যবসা করছে বক্স অফিসে। ছবির সেই সাফল্যের মাঝে এবার নতুন কীর্তি গড়লেন শ্রদ্ধা।
ইনস্টাগ্রামে এই মুহূর্তে তাঁর ফলোয়ার সংখ্যা পৌঁছে গিয়েছে ৯১.৫ মিলিয়নে। আর সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নরেন্দ্র মোদীর ফলোয়ারের সংখ্যা ৯১.৩ মিলিয়ন।
এতদিন ইনস্টাগ্রামে ভারতের প্রধানমন্ত্রীই ছিলেন থার্ড মোস্ট ফলোয়ড ইন্ডিয়ান। সেই তকমা আপাতত শ্রদ্ধার দখলে। ফলোয়ারের সংখ্যার বিচারে প্রথম দুটো স্থানে রয়েছেন বিরাট কোহলি আর প্রিয়াঙ্কা চোপড়া।
কিন্তু হঠাৎ কেন পিছিয়ে পড়লেন নরেন্দ্র মোদী? তাহলে কি ইনস্টাগ্রামে দিনে দিনে জনপ্রিয়তা কমছে দেশের প্রধানমন্ত্রীর? তাহলে কি ইনস্টাগ্রাম পুরোপুরি বিনোদন নির্ভর হয়ে উঠছে? উঠছে নানান প্রশ্ন৷