করোনাকালেই সাতপাকে বাঁধা পড়লেন গৌরব-দেবলীনা

কলকাতা: বিয়ে হয়ে গেল গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারের। করোনা আবহের মধ্যেই বিয়ে সেরে ফেলেন তাঁরা। বুধবার উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় ও দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমারের বিয়ে হয়। এই দুই অভিনেতা ও অভিনেত্রীর সম্পর্ক বহুদিনের। এ বিষয়ে তাঁরা কখনও লুকোছোপা করেননি। বরং ক্যামেরার সামনেও সম্পর্কের কথা স্বীকার করেছেন বহুবার। কিন্তু বিয়ে কবে করছেন, তা ছিল প্রশ্ন। এতদিনে সম্পর্ককে পরিণতি দিলেন তাঁরা।

কলকাতা: বিয়ে হয়ে গেল গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারের। করোনা আবহের মধ্যেই বিয়ে সেরে ফেলেন তাঁরা। বুধবার উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় ও দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমারের বিয়ে হয়। এই দুই অভিনেতা ও অভিনেত্রীর সম্পর্ক বহুদিনের। এ বিষয়ে তাঁরা কখনও লুকোছোপা করেননি। বরং ক্যামেরার সামনেও সম্পর্কের কথা স্বীকার করেছেন বহুবার। কিন্তু বিয়ে কবে করছেন, তা ছিল প্রশ্ন। এতদিনে সম্পর্ককে পরিণতি দিলেন তাঁরা। 

গৌরব ও দেবলীনা যে বিয়ে করতে চলেছেন তা নভেম্বরেই শোনা গিয়েছিল। করোনা না থাকলে সম্ভবত এ বছরের শুরুতেই তাঁদের বিয়ে হয়ে যেত। কিন্তু করোনা সব ওলোটপালট করে দেন। বছরের শুরুতে যে বিয়ে হওয়ার কথা ছিল তা সম্পন্ন হল বছরের শেষে। বিয়ের সমস্ত নিয়ম মেনেই এই দুই তারকার বিয়ে সম্পন্ন হয়েছে। তবে বৈদিক মতে বিয়ে করেছেন গৌরব ও দেবলীনা। কন্যা সম্প্রদান ছাড়াই সম্পন্ন হয়েছে বিয়ে। দেবলীনার ইচ্ছাতেই কন্যা সম্প্রদান হয়নি বলে শোনা যাচ্ছে।

বুধবার বিয়ের আগে মঙ্গলবার ছিল দেবলীনার গায়ে হলুদ অনুষ্ঠান। তার ছবি অভিনেত্রী পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তবে মেহেন্দির দিন বাড়িতে থাকেননি অভিনেত্রী। মেহেন্দি ও পায়ে আলতা পরেই জিমে শরীরচর্চা করতে চলে গিয়েছিলেন তিনি। ১০ কেজি ভার উত্তোলনের ছবিও তিনি শেয়ার করেছিলেন।

প্রসঙ্গত গৌরব চট্টপাধ্যায়ের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে অনিন্দিতা বসুর সঙ্গে বিয়ে হয়েছিল গৌরবের। কিন্তু তিন বছরের মাথায় সম্পর্ক ভেঙে যায়। কিন্তু তার জন্য গৌরব ও অনিন্দিতার বন্ধুত্বে কোনও চিড় ধরেনি। এমনকী দেবলীনার সঙ্গেও অনিন্দিতার সম্পর্কও বেশ বন্ধুত্বপূর্ণ। বিয়ের আগে দেবলীনা ও গৌরব অনিন্দিতার চ্যাট শোয়েও গিয়েছিলেন। সেখানে গৌরব তাঁর ও দেবলীনার প্রথম সাক্ষাতের কথা শেয়ার করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + one =