হাজার কোটির দুর্নীতি মামলায় নাম এল গোবিন্দার! খুব দ্রুত জিজ্ঞাসাবাদ

হাজার কোটির দুর্নীতি মামলায় নাম এল গোবিন্দার! খুব দ্রুত জিজ্ঞাসাবাদ

2749484bac0a254eb29b490d8097f56c

মুম্বই: এক সময় তিনি ছিলেন ‘হিরো নং ১’। কিন্তু বিগত কয়েক বছরে হিন্দি সিনেমার সঙ্গে আর গোবিন্দার নাম যায় না। বেশ অনেকটা সময় হল তিনি কার্যত সিনে দুনিয়া থেকে বাইরে। কিন্তু এবার তিনি সংবাদ শিরোনামে এলেন। তবে সম্পূর্ণ ভুল কারণে। বিপুল টাকার দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে অভিনেতার। পরিস্থিতি এমন যে, পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে তাঁকে, এমনকি গ্রেফতার হওয়ার সম্ভাবনাও আছে। 

ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখা জানিয়েছে, এক সংস্থা বেশ কয়েকটি দেশে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের আড়ালে আর্থিক দুর্নীতির জাল বিস্তার করেছে। আর বলিউডের নামজাদা অভিনেতা গোবিন্দা সেই সংস্থার কয়েকটি বিজ্ঞাপনী ভিডিওয় অংশ নিয়েছিলেন। এখন তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই সংস্থার প্রতারণামূলক সব কার্যকলাপ সমর্থন করেছেন গোবিন্দা। তাহলে কি সরাসরি আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন তিনি, উঠে গিয়েছে প্রশ্ন। 

সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত কেস যেদিক এগোচ্ছে তাতে গোবিন্দা অভিযুক্তও নন কিংবা সন্দেহভাজনও নন। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন গোয়েন্দারা। আদতে তিনি শুধু বিজ্ঞাপনী অংশে যুক্ত ছিলেন নাকি অন্য কোনও ক্ষেত্রেও তাঁর সঙ্গে এই সংস্থার সখ্যতা, তা খতিয়ে দেখা হবে। জানা গিয়েছে, খুব দ্রুত গোবিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *