‘আমি একজন ভারতীয় অভিনেতা’ অনুপমের পরিচয় শুনে কী প্রতিক্রিয়া ছিল লিওনার্দোর?

‘আমি একজন ভারতীয় অভিনেতা’ অনুপমের পরিচয় শুনে কী প্রতিক্রিয়া ছিল লিওনার্দোর?

নয়াদিল্লি: বলিউডে কখনও তিনি খলনায়ক, কখনও আবার কমেডির বেতাজ বাদশা৷ তাঁর অভিনয় দক্ষতা বারেবারে দর্শক মনে দাগ কেটেছে৷ সোশ্যাল মিডিয়াতেও তিনি সমান ভাবে অ্যাকটিভ৷ তিনি আর কেউ নন, বর্ষীয়ান অভিনেতা অনুপম খের৷ মাঝে মধ্যেই স্মৃতির সরণীতে ডুব দিয়ে তিনি তুলে আনেন পুরনো দিনের নানা কথা৷ সম্প্রতি ‘টাইটানিক’ খ্যাত বিখ্যাত হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে একটি মোলাকাতের ছবি তুলে ধরেছেন অভিনেতা৷ যা দেখে আপ্লুত তাঁর ভক্তকুল৷ 

আরও পড়ুন- নীল জলরাশিকে সাক্ষী রেখে হলুদ বিকিনিতে নেট পাড়ায় আগুন ঝরালেন কিয়ারা

ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে পুরনো দিনের কথাও তুলে ধরেছেন অনুপম৷ তিনি জানান, এই ছবিটি কয়েক বছর আগের৷ লস অ্যাঞ্জলসের একটি অনুষ্ঠানে তোলা৷ সেই সঙ্গে লিওনার্দোকে ‘সদয় এবং স্নেহময়’ বলেও উল্লেখ করেন তিনি৷ অনুপম খের তাঁর পোস্টে লিখেছেন, ‘‘কয়েক বছর আগে লস অ্যাঞ্জেলসে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল৷ আমি তাঁকে নিজের পরিচয় দিয়েছিলাম৷ বলেছিলাম, ‘আমি একজন ভারতীয় অভিনেতা৷’ জবাবে তিনি বলেছিলেন, ‘আমি জানি’৷ আমি প্রশ্ন করেছিলাম ‘কী ভাবে?’ তখন উনি আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন৷’’ 

এই ছবিটির সঙ্গে ক্যাপশনে অনুপম খের লিখেছেন, ‘‘একজন অভিনেতা হওয়ার সবচেয়ে ভালো দিক হল আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পান৷ তাঁদের সঙ্গে সহজে মিলেমিশে যেতে পারেন৷’’ এর পর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন #Actors #Acting #Bonding #MagicOfCinema #Films.”

আরও পড়ুন- নাইজেরিয়ান গাইলেন রবীন্দ্রসঙ্গীত, প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া! দেখুন

অনুপম খের বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রকল্পে কাজ করেছেন৷ এর মধ্যে রয়েছে অস্কারজয়ী সিলভার লিনিং প্লেবুক, বেন্ড ইট লাইক বেকহ্যাম, ব্রাইড অ্যান্ড প্রেজুডিস, লাস্ট, কসান, ব্রেকওয়ে এবং আ ফ্যামিলি ম্যান৷ বলিউডেও রয়েছে অগুণিত হিট ছবি৷ রাম লক্ষণ, লামহে, ডর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, হাম আপকে হ্যায় কৌন, স্পেশাল ২৬ এর মতো ছবি৷ তাঁকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ এ রিলিজ হওয়া ওয়ান ডে:  জাস্টিস ডেলিভার্ড ছবিতে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 5 =