কলকাতা: সোনাক্ষীর বর জাহির ইকবাল কত সম্পত্তির মালিক জানেন? সিনেমা না করেও এত ধনী কীভাবে জাহির? বয়সে ছোট জাহিরকেই কেন বেছে নিলেন দাবাং গার্ল? সোনাক্ষী সিনহা নিজের সম্পত্তির পরিমাণ কত?
সোনাক্ষী আর জাহিরের বিয়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ মুসলিম পাত্রকে বিয়ে করেও মাথা ভর্তি সিঁদুর পড়েছেন সোনাক্ষী৷ এ যেন ধর্মের অদ্ভুত মেল বন্ধন৷ কিন্তু কে এই জাহির ইকবাল? মাত্র একটা ছবিতে অভিনয় করে এত সম্পত্তির মালিক কীভাবে হলেন এই জাহির? সম্পত্তির নিরিখে সোনাক্ষী ও জাহিরের মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে?
জনপ্রিয়তায় সোনাক্ষীর আশেপাশেও নেই জাহির৷ বলা যেতে পারে তিনি সবে তাঁর কেরিয়ার বলিউডে শুরু করেছেন৷ ৩৫ বছর বয়সী জহির দেখা দিয়েছেন ‘নোটবুক’ (২০১৯) ও ‘ডাবল এক্সএল’ (২০২২) সিনেমায়। দুটি সিনেমাই বক্স অফিসে সুপার ডুপার ফ্লপ! দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস অনুসারে, জহির ইকবাল মাত্র পাঁচ কোটি টাকার মালিক৷ সেখানে সোনাক্ষীর সম্পত্তির পরিমাণ কত জানেন?
পরনে লাল বেনারসি শাড়ি। হাতে আলতা। চূড়া জোড়া। সিঁথি ভর্তি সিঁদুর নিয়ে যে লুক রেখেছিলেন সোনাক্ষী নিজের বিয়েতে তা এখন রীতিমত ট্রেন্ডিং৷ রঙিন রিসেপশনে স্বামী জাহির ইকবালের সঙ্গে নাচে-গানে মেতে উঠতে দেখা গেলেও মেয়ে হিসেবে এই নতুন শুরুর যে অনুভূতি, সেটা বারবার সোনাক্ষীর চোখেমুখে ফুটে উঠেছে। সাত বছর আগে ঠিক যে দিনটিতে একে-অপরকে মন দিয়েছিলেন, ঠিক সেই দিনেই আইনি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জাহির ইকবাল এবং সোনাক্ষী সিনহা৷
২০২৩ সালের একটি রিপোর্ট অনুযায়ী, সোনাক্ষী সিনহার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকা। ধরে নিতে পারেন তা ১০০ কোটির ওপরে৷ তবে জাহির নিজের সম্পত্তির পরিমাণ খুব একটা বেশি না হলেও তার পরিবার বড় ব্যবসায়ীর৷ জাহির ইকবালের বাবা ইকবাল রত্নাসি বড় বিজনেস ম্যান৷ তিনি আবার সলমন খানের অতি ঘনিষ্ঠ বন্ধু। সোনাক্ষী-জাহিরের প্রেম কাহিনীতে সলমনের বড় ভূমিকা ছিল ৷ তাই ভাইজানকে এদিন দেখা যায় ব্ল্যাক কোর্ট প্যান্টের সঙ্গে ব্লু শার্টে ৷
জাহিরের দিদি সনম রত্নাসি আবার অদিতি রাও হায়দারির স্টাইলিস্ট। সব মিলিয়ে গোটা বাড়িতেই যে ফিল্মি পরিবেশ রয়েছে তা নতুন করে বলে দিতে হয় না। তবে বয়সে সোনাক্ষী থেকে কিছুটা ছোট জাহির৷ অভিনেত্রীর বয়স ৩৭ বছর। জহিরের বয়স ৩৫ বছর। তবে প্রেমের কাছে বয়স যে ম্যাটার করে না প্রমাণ করে দিলেন নয়া দম্পতি৷