করোনা আবহেই বাগদান সারলেন ইমন, শীঘ্রই বিয়ে?

কলকাতা: প্রতীক্ষার অবসান। বহুদিন ধরেই প্রশ্ন উঠছিল কবে বিয়ে করবেন ইমন চক্রবর্তী? সেই অপেক্ষার শেষ হল। বিয়ে না করলেও বাগদান সেরে ফেললেন ইমন। নিজের ফ্ল্যাটেই বাগদান সারলেন তিনি। কিন্তু কার সঙ্গে বাগদান সারলেন জাতীয় পুরস্কারজয়ী এই গায়িকা? 

কলকাতা: প্রতীক্ষার অবসান। বহুদিন ধরেই প্রশ্ন উঠছিল কবে বিয়ে করবেন ইমন চক্রবর্তী? সেই অপেক্ষার শেষ হল। বিয়ে না করলেও বাগদান সেরে ফেললেন ইমন। নিজের ফ্ল্যাটেই বাগদান সারলেন তিনি। কিন্তু কার সঙ্গে বাগদান সারলেন জাতীয় পুরস্কারজয়ী এই গায়িকা? 

সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষের সঙ্গে বাগদান সারলেন ইমন। নীলাঞ্জন ও ইমন বহুদিন থেকেই পরিচিত। পেশার খাতিরে তো বটেই। ব্যক্তিগত জীবনে তাঁরা বন্ধুও ছিলেন। তবে এনগেজমে্টের ছবি ইমন কিন্তু নিজের ইনস্টাগ্রাম বা ফেসবুকে শেয়ার করেননি। যতটা সম্ভব গোপনেই তিনি বাগদান সারেন। তাহলে বিয়েটা হচ্ছে কবে? একটি সংবাদমাধ্যমকে গায়িকা জানিয়েছেন, করোনা পরিস্থিতি কাটলে তবেই সামাজিক বিয়ে সারবেন তাঁরা। ততদিন একসঙ্গে থাকার কোনও প্রশ্নও ওঠে না। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেননি ইমন। জানা গিয়েছে, ডিসেম্বর থেকে নীলাঞ্জন ও ইমনের মধ্যে সম্পর্কের শুরু। তারপর থেকেই দু’জনে নাকি তাড়াতাড়ি সম্পর্ককে পরিণতি দিতে চাইছিলেন। কিন্তু করোনার কারণে পরিকল্পনা বাধা পায়। তাই বাগদান পর্ব সেরে রাখলেন ইমন। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই নাকি বিয়ে করবেন তাঁরা।।

আরও পড়ুন: ইনস্টাগ্রাম নগ্ন ছবি পোস্ট, ফলোয়ারের প্রশংসার উত্তর দিলেন অ্যাশলে গ্রাহাম

ইমন এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন নীলাঞ্জন তাঁকে যতটা ভালবাসেন তার থেকেও বেশি আগলে রাখেন। গায়িকা জানান, এই শুভদিনে মায়ের কথা মনে পড়ছে তাঁর। ইমনের সংগীত শিক্ষা শুরু তাঁর মায়ের কাছেই। রবীন্দ্রসংগীতের তালিমও মায়ের কাছ থেকেই পেয়েছিলেন ইমন। এরপর বাংলার সংগীত জগতে আত্মপ্রকাশ করেন ইমন। এরপর ২০১৭ সালে জাতীয় পুরস্কার পান অনুপম রায়ের সুরে ‘তুমি যাকে ভালবাসো’ গানটিতে গলা দেওয়ার জন্য। কিছুদিন আগেই ‘সারেগামাপা’ রিয়ালিটি শোয়ে তাঁকে দেখা গিয়েছিল। বিয়ের পরও কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ইমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =