পল্লবীর অনুপস্থিতিতে একাধিক বার ফ্ল্যাটে এসেছিলেন ঐন্দ্রিলা, চাঞ্চল্যকর দাবি পরিচারিকার

পল্লবীর অনুপস্থিতিতে একাধিক বার ফ্ল্যাটে এসেছিলেন ঐন্দ্রিলা, চাঞ্চল্যকর দাবি পরিচারিকার

কলকাতা: অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যু মামলার পরতে পরতে রহস্য৷ উঠে আসছে একাধিক সম্পর্ক, ত্রিকোণ প্রেমের তথ্য৷ ইতিমধ্যেই পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী এবং বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন তাঁর বাবা-মা৷ সাগ্নিকের সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্ক নিয়েও অভিযোগ করেছিলেন তাঁরা৷ এবার প্রয়াত অভিনেত্রীর পরিচারিকার কথায় মিলল সেই অভিযোগেরই ইঙ্গিত৷ তাঁর দাবি, পল্লবীর অনুপস্থিতিতে একাধিক বার গরফার ফ্ল্যাটে এসেছিলেন ঐন্দ্রিলা।  

আরও পড়ুন- প্রেমের জল্পনা উস্কে অরুণিতার হাত ধরে কলকাতায় পা রাখলেন পবন

মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় পল্লবী’র লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে। এর পরই চাঞ্চল্যকর দাবি করেন পল্লবীর পরিচারিকা সেলিমা সর্দার৷ বুধবার সকালে গরফা থানায় আসেন সেলিমা। তিনি জানান, পল্লবীর অনুপস্থিতিতে একাধিকবার সাগ্নিকের সঙ্গে দেখা করতে গরফার ফ্ল্যাটে এসেছিলেন ঐন্দ্রিলা সরকার। সাগ্নিক এবং ঐন্দ্রিলার মধ্যে  ঘনিষ্ঠতা ছিল বলেও দাবি তাঁর৷ এবং সেটা তাঁর ভালো লাগত না বলেও জানিয়েছেন সেলিমা৷ তিনি আরও জানান, ইদের দিন পল্লবীর ফ্ল্যাটে এসেছিলেন ঐন্দ্রিলা। গত শুক্র এবং শনিবার ওই ফ্ল্যাটেই পার্টি করতে আসেন সাগ্নিকের বন্ধুরা। সেখানেও উপস্থিত ছিলেন ঐন্দ্রিলাও।   

সেলিমা আরও জানিয়েছেন, ঘটনার দিন অর্থাৎ রবিবার তাঁর সঙ্গে সাঁতরাগাছির বাড়িতে যাওয়ার কথা ছিল পল্লবীর। কিন্তু সকালে তিনি ফোন করে পল্লবীকে জানান, শারীরিক অসুস্থতার জন্য তিনি যেতে পারবেন না। এই নিয়ে পল্লবীর সঙ্গে বেশ কিছুক্ষণ তাঁর কথা কাটাকাটিও হয়৷ এর পর দুপুরবেলায় তিনি পল্লবীর মৃত্যু সংবাদ পান৷ এর আগে সেলিমা এও জানিয়েছিলেন, সাগ্নিক এবং পল্লবীর মধ্যে প্রতিদিনই ঝগড়াঝাটি এবং কথা-কাটাকাটি হত ৷