অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর বিভাগের হানা

অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর বিভাগের হানা

মুম্বই:  বুধবার সকালে পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেত্রী তাপসী পান্নুর বাড়িতে হানা দিল আয়কর দফতরের অফিসারা৷ তল্লাশি চালানো হয় প্রযোজক বিকাশ বহেলের বাড়িতেও৷ কাশ্যপের প্রোডাকশন হাউজ ‘ফ্যান্টম ফিল্মস’-এর লেনদেনে অসঙ্গতির অভিযোগেই এদিন এই সেলিব্রিটিদের বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ৷ 

আরও পড়ুন-  দুয়ারে নির্বাচন, সমুদ্র সৈকতে শ্যুটিংয়ে ব্যস্ত মিমি

এর পাশাপাশি মুম্বই ও পুণের আরও প্রায় ২০টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর৷ এই তালিকায় রয়েছে প্রযোজক মধু মান্টেনার নামও৷ একটি টেলেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রয়েছে তাঁর৷ তিনিও বেশ কিছুদিন ধরে আয়কর বিভাদের আতস কাঁচের নীচে রয়েছেন৷ এই তল্লাশি অভিযানে কারণ হিসাবে আয়কর ফাঁকির বিষয়টি উল্লেখ করা হয়েছে৷ 

প্রসঙ্গত, ২০১১ সালে তৈরি হয় অনুরাগ কাশ্যপ ও বিকাশ বহেলের ফ্যান্টম ফিল্মস৷ ২০১৫ সালে এই সংস্থার ৫০ শতাংশ অধিগ্রহণ করে নেয় রিলায়েন্স এন্টারটেনমেন্ট৷ তাই এদিন ‘ফ্যান্টম’ ছাড়াও প্রযোজনা সংস্থা ‘রিলায়েন্স এন্টারটেইনমেন্ট’-এর প্রধান কার্যনির্বাহী আধিকারিক শিবাশিস সরকারের একাধিক বাড়িতেও এদিন হানা দেয় আয়কর দফতর৷ উল্লেখ্য, এতদিন ফ্যান্টম ফিল্মসের বিরুদ্ধে কোনও অভিযোগ শোনা যায়নি৷ হঠাৎ করে কী এমন আর্থিক অসঙ্গতি ধরা পড়ল, তা নিয়ে বলিউডের অন্দরে প্রশ্ন উঠেছে৷ তবে ২০১৮ সালে ‘ফ্যান্টম’-এরই এক প্রাক্তন কর্মীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে বিকাশ বেহলের বিরুদ্ধে। এর পরেই কিন্তু এই সংস্থাটি বন্ধ হয়ে যায়। 

আরও পড়ুন- অভিনয় থেকে রাজনীতি, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন শ্রাবন্তী

তবে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচক অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নুর বাড়িতে আয়কর দফতরের হানা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ সম্প্রতি কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তাপসী পান্নু৷  প্রসঙ্গত, ফ্যান্টম’-এর প্রযোজনায় ‘মনমরজিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। মনে করা হচ্ছে, ফ্যান্টমের ব্যানারে মনমরজিয়া ছবিতে কাজ করার জন্যেই এদিন তাপসী পান্নুর বাড়ি হানা দেয় আয়কর অফিসাররা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + five =