কলকাতা: বক্স অফিসে ঝড় যে একটা উঠবে তা অনেক আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। কিন্তু তা যে এমন সাইক্লোনে পরিণত হবে সেটা হয়তো বেশিরভাগ কেউই ভাবতে পারেনি। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের এই বছরের দ্বিতীয় ছবি ‘জওয়ান’। আর মুক্তির দিনেই দূরত্ব সাফল্য অর্জন করেছে এই ছবি। প্রথম দিনেই দর্শকরা ভীষণভাবে আপন করে নিয়েছে এই সিনেমা। একদিনের নিরিখে রেকর্ড ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে ‘জওয়ান’। দেশের অন্যান্য রাজ্যের থেকেও ভালো ব্যবসা হয়েছে বাংলায়। এমনটাই জানা গিয়েছে।
তিনি কিং খান, শাহরুখ খান। পশ্চিমবঙ্গে তাঁর কী ফ্যানবেস বা ফ্যান ফলোয়িং রয়েছে তা আলাদা করে বলতে হয় না। কলকাতা তো বটেই, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা এবং উত্তরবঙ্গেও শাহরুখ বলতে লোকে পাগল। তাই ‘জওয়ান’ বাংলায় বক্স অফিসের সব রেকর্ড ভেঙে গিয়েছে। সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, প্রথম দিনেই বাংলা থেকে কমপক্ষে ৪৪ লক্ষ টাকা আয় করে ফেলেছে ‘জওয়ান’। তবে এই উপার্জন আরও বেশি হবে কারণ তাঁর শেয়ার করা তালিকায় কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি, বীরভূমের মতো জায়গাগুলির উল্লেখ নেই। এক কথায় বলা যায়, এই ছবি বঙ্গে প্রথম দিনে ৬০ লক্ষের ব্যবসাও করতে পারে।
কেজিএফ ২ থেকে পাঠান, গদর ২… সব ছবি হার মেনেছে জওয়ানের কাছে। তথ্য বলছে, প্রথম দিনের আয়ের নিরিখে সকলকে টপকে গিয়েছে শাহরুখের এই নতুন ছবি। শুধুমাত্র কোচবিহার থেকেই ২ লক্ষ ২১ হাজার ৫৯ টাকা, জলপাইগুড়িতে ২ লক্ষ ২৭ হাজার ২৬০ টাকা উপার্জন করেছে ‘জওয়ান’। এছাড়া পুরুলিয়া থেকে ৩ লক্ষ ২৮ হাজার ১৬ টাকা, চুঁচুড়া থেকে ২ লক্ষ ৯৮ হাজার ৮৭৬ টাকা কামিয়ে নিয়েছে এই ছবি।