১০০০ কোটি ছুঁতে পারবে ‘জওয়ান’? আশায় বুক বাঁধছে ‘কিং খান’ ফ্যানেরা

১০০০ কোটি ছুঁতে পারবে ‘জওয়ান’? আশায় বুক বাঁধছে ‘কিং খান’ ফ্যানেরা

মুম্বই: প্রথমে ‘পাঠান’, এখন ‘জওয়ান’, ভারতীয় বক্স অফিসে নতুন অঙ্ক সৃষ্টি করছেন বলিউড বাদশা শাহরুখ খান। ৪ বছর বাদে রুপোলি পর্দায় কামব্যাক করে বক্স অফিসে কার্যত আগুন লাগিয়ে দিয়েছেন তিনি। এমন কোনও রেকর্ড নেই যা তিনি ভাঙছেন না। বছরের শুরুতে ‘পাঠান’ ১০০০ কোটি ক্লাব খুলেছে বলিউডের জন্য। এবার ‘জওয়ান’ সেইদিকে যাচ্ছে। পরপর দুটি ১০০০ কোটির সিনেমার ‘বাদশা’ কি হতে পারবেন শাহরুখ? আশায় বুক বাঁধছে ভক্তকূল।

অতিমারির পর থেকে দক্ষিণী ছবির কাছে যে বলিউডকে মাথা নোয়াতে হয়েছিল, সেই বলিউডকে প্রায় একা হাতে চাগিয়ে তুলেছেন ‘বাদশা’। আর পাঠানের পর জওয়ান আরও বড় প্রমাণ। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, রবিবারই ‘জওয়ান’ ভারতীয় বক্স অফিসে ৪০০ কোটি ক্লাবে ঢুকে যেতে পারে। এখনও পর্যন্ত দেশে এই ছবি শুধুমাত্র হিন্দি ভাষায় ৩৬৬.০৮ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে, তামিল এবং তেলেগু ভাষা মিলিয়ে আয় করেছে ৪৪.৩৫ কোটি টাকা। মাত্র ৯ দিন হয়েছে এই সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যেই ‘বিস্ফোরণ’ ঘটিয়েছেন ‘বিক্রম রাঠর’। 

এদিকে ‘জওয়ান’ বিশ্বব্যাপী ৭০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে ইতিমধ্যেই। মাত্র ৯ দিনে এই ছবির কালেকশনে এসেছে ৭৩৫.০২ কোটি টাকা। সুতরাং বেশিরভাগ বিশ্লেষকরাই অনুমান করছেন, চলতি মাসেই ‘জওয়ান’ ১০০০ কোটি টাকার ব্যবসা ছুঁয়ে ফেলছে এবং তা ‘পাঠান’কেও টপকে যেতে পারে। যদি তেমনটা হয়, তাহলে শাহরুখ খান হয়ে যাবেন দেশের একমাত্র অভিনেতা যিনি পরপর দুটি ১০০০ কোটির সিনেমা দিলেন।    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *