সেন্সর জট কাটিয়ে আজ সন্ধ্যাতেই মিলবে মুক্তি, ‘জওয়ান’ দেখবে বাংলাদেশ

সেন্সর জট কাটিয়ে আজ সন্ধ্যাতেই মিলবে মুক্তি, ‘জওয়ান’ দেখবে বাংলাদেশ

ঢাকা: তিনি শুধু বলিউডের বাদশা নন, তাঁর জনপ্রিয়তা দেশের গণ্ডি ছাড়িয়ে ভিন দেশেও বিস্তৃত। কাঁটা তারের ওপারেও কিং খানকে নিরে উন্মাদনার অন্ত নেই। সম্প্রতি মুক্তি পেয়েছেন শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’৷ এই ছবি ঘিরে তুঙ্গে উত্তেজনার পারদ৷ প্রিয় অভিনেতাকে রুপোলি পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ওপার বাংলার মানুষও৷ কিন্তু, সেন্সর জটে ছবির মুক্তি ঘিরে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়৷ তবে এবার সব জল্পনার অবসান৷ অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। আজ দুপুর ১২টায় জওয়ান-এর সেন্সর স্ক্রিনিং হয়। সে দেশে শাহরুখের ছবির ডিস্ট্রিবিউটর অনন্য মামুন ভারতের এক প্রথমসারির সংবাদমাধ্যমকে জানান, ‘জওয়ান আন-কাট সেন্সর পেয়েছে’।  সন্ধ্যা ৬টায় হবে পাবলিক শো।

ডিস্ট্রিবিউটারের জানান, তাঁরা সেন্সরের ছাড়পত্রের অপেক্ষায় ছিলেন৷ মাল্টিপ্লেক্সে আজকেই রিলিজ করছে জওয়ান। সন্ধ্যা ৬টায় প্রথম শো। তবে সিঙ্গল স্ক্রিনগুলোতে আগামিকাল মুক্তি পাবে এই ছবি। জওয়ান-এর আগে গত মে মাসে শাহরুখের ‘পাঠান’ও মুক্তি পেয়েছিল ওপাড়া বাংলায়। রীতিমতো ঝড় তুলেছিল এই ছবি৷  দীর্ঘ আট বছর পর কোনও হিন্দি ছবি প্রদর্শনের ছাড়পত্র পেয়েছিল বাংলাদেশ। পাঠানের ডিস্ট্রিবিউশনের দায়িত্বও সামলেছিল এই অনন্য মামুন ও তাঁর সংস্থা অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। সেই সময়ই তিনি কথা দিয়েছিলেন, ভারতের পাশাপাশি একইদিনে বাংলাদেশেও মুক্তি পাবে জওয়ান। অবশেষে কথা রাখতে পারলেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *