শ্যুটিং সেটে নগ্ন জন আব্রাহাম! ছবি ফাঁস হতেই শোরগোল নেট দুনিয়ায়

শ্যুটিং সেটে নগ্ন জন আব্রাহাম! ছবি ফাঁস হতেই শোরগোল নেট দুনিয়ায়

মুম্বই: কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় বলেছিলেন, ট্রোল হতে তাঁর খুব ভয়, তাই কোনও কিছুই নিয়েই মন্তব্য করেন না বা কিছু শেয়ার করেন না, কিন্তু এটা কী করলেন জন? নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেন জন৷ যেখানে দেখা যাচ্ছে, খালি গায়ে মেক আপ রুমে বসে আছেন জন৷ ছবিতে দেখা যাচ্ছে, একটি সোফার উপরে হাসিমুখে বসে রয়েছেন বলিউড তারকা৷ শরীরে এক টুকরো সুতো পর্যন্ত নেই৷  গোপনাঙ্গ ঢেকেছেন একটি বালিশ দিয়ে৷ তাতেই মজেছেন নেট নাগরিকরা৷

যে ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল ভারচুয়াল জগতে৷ ছবি শেয়ার করে নিজেই লিখেছেন, “পোশাকের জন্য অপেক্ষা করছি৷” মার্চের শুরুতেই ‘এক ভিলেন রিটার্নস’ ছবির শুটিং শুরু করেছেন জন৷ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন দিশা পাটানি৷ মোহিত সুরির পরিচালনায় একসঙ্গে কাজ করছেন দুই তারকা৷ মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন জন৷ পরে অভিনয় জগতে হ্যান্ডসাম অ্যাকশন হিরো হিসেবে যাত্রা শুরু করেছিলেন৷ অভিনয়ের পাশাপাশি নিজের সিক্স প্যাক অ্যাবের জন্য বরাবর চর্চায় বলিউড তারকা৷

২০০৮ সালে দোস্তানা ছবিতেও জনের সিক্স প্যাক নিয়ে বেশ চর্চা হয়েছিল৷ তারপর কেটে গিয়েছে অনেকটা সময়৷ তবে ৪৮ বছরের তারকার শারীরিক গঠনে বিশেষ পরিবর্তন হয়নি বলেই মনে করছেন নেটদুনিয়ার বাসিন্দারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − twelve =