সোশ্যাল মিডিয়ায় একের পর ছবিতে মাতাচ্ছে অজয়-কাজল কন্যা ন্যাশ্যা দেবগন। জোর জল্পনা, খুব শীঘ্রই হয়তো বলিউডে পা রাখতে পারে এই তারকা কন্যা। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বিখ্যাত শেফ হতে চায় অজয় কন্যা। এখন সিঙ্গাপুরে পড়াশুনা করছে ন্যাশ্যা দেবগন।
