“আপনিই পথ দেখিয়েছেন”, জন্মদিনে বিবেকানন্দকে স্মরণ করেন কঙ্গনা

মুম্বই: আজ ১২ জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। জাতীয় যুব দিবস। এদিন ‘গুরু’ স্বামী বিবেকানন্দকে স্মরণ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সামাজিক মাধ্যমে এনিয়ে পোস্ট করলেন তিনি। অভিনেত্রী জানান, তাঁর জীবনে যখন কোনও আশা ছিল না, তখন বিবেকানন্দ আদর্শ তাঁকে পথ চলার অনুপ্রেরণা দিয়েছে।

 

মুম্বই: আজ ১২ জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। জাতীয় যুব দিবস। এদিন ‘গুরু’ স্বামী বিবেকানন্দকে স্মরণ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সামাজিক মাধ্যমে এনিয়ে পোস্ট করলেন তিনি। অভিনেত্রী জানান, তাঁর জীবনে যখন কোনও আশা ছিল না, তখন বিবেকানন্দ আদর্শ তাঁকে পথ চলার অনুপ্রেরণা দিয়েছে।

স্বামী বিবেকানন্দের ছবি পোস্ট করে কঙ্গনা টুইটারে লেখেন, ‘যখন আমি হারিয়ে গিয়েছিলাম, আপনি আমায় রাস্তা দেখিয়েছিলেন। আমার যখন কোথাও যাওয়ার ছিল না, আপনি আমার হাত ধরেছিলেন। যখন আমি পৃথিবীর কাছে হতাশ হয়ে পড়েছিলাম, কোনও আশা ছিল না, তখন আপনি আমায় জীবনের লক্ষ্য দিয়েছিলেন। আপনার থেকে বড় কোনও মানুষ, কোনও ঈশ্বর নেই, আমার গুরু। আপনি আমার সমস্ত কিছুর উৎস।’

কঙ্গনা চার বছর আগে তাঁর যোগ গুরুকে প্রায় দু’কোটি টাকার একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন। ‘যোগ গুরু’ সূর্য নারায়ণ সিংকে সেটি ছিল গুরুদক্ষিণা দুই কামরার এই ফ্ল্যাটটি যোগা সেন্টারে পরিণত হয়। এক ব্যক্তি জানিয়েছেন, এটি কঙ্গনার মানবিক দিক। তিনি যোগ গুরু সূর্য নারায়ণ সিংকে ‘গুরু দক্ষিণা’ দিয়েছেন। সূর্য নারায়ণ সিং শুরু থেকেই তাঁর জীবনে শক্তির স্তম্ভ। যোগ গুরু কখনও অভিনেত্রীকে এব্যাপারে কিছু বলেননি। কিন্তু অভিনেত্রীর মনে হয়েছিল গুরুর জন্য কিছু করা উচিত। তাই তিনি ফ্ল্যাট উপহার দেন।

কিছুদিন আগে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জাভেদ আখতার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সংবাদমাধ্যমকে অভিনেত্রী যে সব কথা বলেছেন, তা নিয়েই আপত্তি ছিল জাভেদ আখতারের। অভিযোগে জাভেদ আখতার বলেন, কঙ্গনা রানাউত এমন কিছু মন্তব্য করেছেন যা একেবারেই ভিত্তিহীন। তাঁর এমন মন্তব্য জাভেদের খ্যাতির উপর আঘাত হেনেছে। সংবাদমাধ্যমকে সুশান্তের মৃত্যুর কথা বলার সময় বলিউডের একটি গোষ্ঠীর কথা বলার সময় কঙ্গনা রানাউত তাঁর নামে টেনে আনেন বলে অভিযোগ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =